ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘স্বচ্ছতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’

প্রকাশিত: ০৬:০১, ২০ অক্টোবর ২০১৫

‘স্বচ্ছতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’

যে কোন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের অগ্রগতি ও অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত না করে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রবিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব এ্যাকাউন্ট্যান্টস-সাফা আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী দফতর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতার সঙ্গে দৈনন্দিন কর্মকা- পরিচালিত হচ্ছে না, যে কারণে অর্থনৈতিক নীতি সংস্কার জরুরী হয়ে পড়েছে। ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট এ্যান্ড এ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ-আইসিএমএবি আয়োজিত সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ ছাড়াও সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। -অর্থনৈতিক রিপোর্টার ভারতে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব দারিদ্র্যের মতো অভিশাপ থেকে মুক্তি পেতে এবং উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। রবিবার পুনেতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকারী খাতে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নানা পদক্ষেপ নিচ্ছে এবং দেশের অর্থনীতিতে তার আশানুরূপ প্রতিফলনও দেখা যাচ্ছে। কিন্তু ব্যক্তি মালিকানাধীন খাতগুলোতে বিনিয়োগ বাড়ছে না, তাই এ খাত থেকে রাজস্ব আয়ও কম হচ্ছে। ২০১৬ সালের এপ্রিলের মধ্যে বিদেশী ও দেশী কোম্পানিগুলোর বিনিয়োগের ক্ষেত্রে নীতির পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি। -অর্থনৈতিক রিপোর্টার
×