ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইনের শাসন ফিরিয়ে আনতে জাতীয় পার্টির বিকল্প নেই ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৪৮, ২০ অক্টোবর ২০১৫

আইনের শাসন ফিরিয়ে আনতে জাতীয় পার্টির বিকল্প নেই ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৯ অক্টোবর ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে আইনের শাসন ও বিচার ব্যবস্থা নেই। ফলে প্রতিদিনই কোথাও না কোথাও মানুষ খুন হচ্ছে। বর্তমানে মায়ের পেটে শিশু পর্যন্ত নিরাপদ নয়। দীর্ঘদিনেও সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার হয়নি। মানুষ আর কত সহ্য করবে। খুন খারাবির কারণে ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। দেশের মানুষ মুক্তি পেতে চাই। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, আগামী নির্বাচন যেন মেয়র নির্বাচনের মতো বিতর্কিত না হয়। বিতর্ক এড়িয়ে নির্বাচনে আওয়ামী লীগ জিততে পারলে মানুষ অনন্ত কুকর্ম ভুলে যাবে। আইনের শাসন ও বিচার ব্যবস্থা ফিরিয়ে আনতে জাতীয় পার্টির বিকল্প নেই। সোমবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি উপরোক্ত কথাগুলো বলেন। দক্ষিণ জেলা জাপার আহ্বায়ক শামসুল আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পানি সম্পদ মন্ত্রী ও জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। সম্মেলন শেষে শামসুল আলম মাস্টারকে দক্ষিণ জেলা জাপার সভাপতি, নুরুচ্ছফা সরকারকে সাধারণ সম্পাদক ও আবদুস ছত্তার রণিকে সিনিয়র সহ-সভাপতি করে কমিটি ঘোষণা করা হয়।
×