ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাইব্রেরি নয় যেন পাখির বাসা

প্রকাশিত: ০৫:৩৮, ২০ অক্টোবর ২০১৫

লাইব্রেরি নয় যেন পাখির বাসা

লাইব্রেরি শব্দটি শুনলে চোখে ভেসে ওঠে তাকে তাকে রাখা অসংখ্য বইয়ের সমারোহ। কিন্তু দক্ষিণ চীনে এক ধরনের লাইব্রেরি করা হয়েছে, যেখানে বই কেবল বিশটি। আর লাইব্রেরিগুলো দেখতে ঠিক পাখির বাসাই মনে হবে। রাস্তায় হাঁটতে হাঁটতে যে কেউ এই ক্ষুদে লাইব্রেরিকে পাখির বাসা কিংবা মেইলবক্স ভেবে বসতে পারেন। তবে এই অভিনব লাইব্রেরি কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে। দক্ষিণ চীনে বার্ডকেজ লাইব্রেরি হিসেবে পরিচিতি পাওয়া লাইব্রেরি থেকে শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করে তোলার এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। দক্ষিণ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংজি ঝুয়াংয়ের গইলিন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এমন বিশটি ক্ষুদে লাইবেরি রয়েছে, যা দেখতে পাখির বাসার মতো। প্রতিটি বক্সে বই রয়েছে বিশটি করে। শিক্ষার্থীরা নিজ দায়িত্বে এসব লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করেন। সেক্ষেত্রে লাইব্রেরির শর্ত একটিই, প্রতিটি বই ইস্যু করার সময় আগে পড়তে নেয়া বই ফেরত দেয়া। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলতি বছরের এপ্রিলে খোলা হয় বার্ডকেজ লাইব্রেরি। এ পর্যন্ত এসব লাইব্রেরিতে এক লাখেরও বেশি বই লেনদেন হয়েছে। সৃজনশীল এ লাইব্রেরির ছবি প্রকাশ পেয়েছে অনলাইনেও। -সূত্র: ইন্টারনেট
×