ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাফাই সাক্ষ্য নিলে অরাজকতা হতে পারে: এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০০:২৬, ১৯ অক্টোবর ২০১৫

সাফাই সাক্ষ্য নিলে অরাজকতা হতে পারে: এ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার ॥ ‘রিভিউ আবেদন করার পর এইপর্যায়ে এসে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হলে অরাজকতা তৈরি হতে পারে’- এমন আশঙ্কা প্রকাশ করেছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একইসঙ্গে তিনি বলেন, ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করার পর সাক্ষী আনা এবং সাক্ষী মানা কোনটিরই নজির নেই। সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিদেশী পাঁচ নাগরিকসহ সাত জনের সাক্ষ্য গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে এ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সোমবার সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। মাহবুবে আলম বলেন, সালাউদ্দিন কদের চৌধুরীর মামলাটি বিচারিক আদালত(আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে)এবং সুপ্রিমকোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ড দিয়ে একই রকম সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি বলেন, সাকার পক্ষ থেকে এর আগেও একই বিষয় নিয়ে সাফাই সাক্ষী এবং ডকুমেন্ট জমা দেয়া হয়েছে। তা নিয়ে পর্যালোচনা করে দুটি আদালত বিষয়টিতে একই সিদ্ধান্ত দেয়ার পরে নতুন করে এমন একটি দাবি, এটা সঠিক না। তিনি বলেন, আমার মতে তারা ১৫ দিন পরে আবেদন করেছেন তাই তামাদি হয়ে গেছে। মাহবুবে আলম বলেন, এই সমস্ত আবেদন গ্রহণ করলে অরাজকতা হতে পারে। এই আবেদনগুলো ১৫ দিনের মধ্যেই করা উচিত ছিল।
×