ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত নীলফামারীর পূজামন্ডপ

প্রকাশিত: ২১:৫৪, ১৯ অক্টোবর ২০১৫

ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত নীলফামারীর পূজামন্ডপ

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ আজ সোমবার কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা আর সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় নীলফামারীতেও হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মন্দিরে মন্দিরে আর পূজামন্ডপে ঢাকের বোল, মন্ত্র ও চন্ডীপাঠ, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে প্রতিটি পূজামন্ডপ মুখোরিত হয়ে উঠেছে।উৎসব-আনন্দে মেতে উঠছে শিশু-কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ। ঘরে ঘরে বইতে শুরু করেছে আনন্দের বন্যা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নীলফামারী জেলার সভাপতি এ্যাডঃ অক্ষয় কুমার রায় জানান জেলায় এবার ৮১৫টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাৎসব পালিত হচ্ছে। নীলফামারী পুলিশ সুপার জানান প্রতিটি পুজা মন্ডবে পুলিশ,আনছার ভিডিপি সদস্য ছাড়াও ভ্রাম্যমান পুলিশ দল এবং র‌্যাবের টহল দল কাজ করছে। জেলা প্রশাসক জাকীর হোসেন জানান সরকারী ভাবে পুজা মন্ডবগুলোর জন্য ৮৮৫ দশমিক ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। যা ইতোমধ্যে বিতরন করা হয়েছে।
×