ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা ২য় পত্র

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০৫, ১৯ অক্টোবর ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৫. কোনটি বিদেশি ধাতু? ক) টুট খ) হস্ গ) খাদ্ ঘ) শ্রু ১৬.‘ইন্দ্রীয়কে জয় করেছেন যিনি’- এক কথায় প্রকাশ কোনটি? ক) জিতেন্দ্রীয় খ) ইন্দ্রজিৎ গ) জীবন্মৃত ঘ) কৃতদার ১৭. সত্য বলে যে = সত্যবাদী - এটি কোন সমাসের অন্তর্গত? ক) উপপদ তৎপুরুষ খ) প্রত্যয়ান্ত বহুব্রীহি গ) অলুক তৎপুরুষ ঘ) দ্বিগু ১৮. কোন বাগধারাটির অর্থ মরা? ক) অক্কা পাওয়া খ) কেউকেটা গ) কান পাতলা ঘ) কেতাদুরস্ত ১৯. সংখ্যা কী কাজে লাগে? ক) পাঠে খ) আহারে গ) খেলায় ঘ) গণনায় ২০. উপমান কর্মধারয় সমাস কাকে বলে? ক) দৃশ্যমান বস্তুর সঙ্গে অদৃশ্যমান বস্তুর মিল থাকলে খ) অদৃশ্য বস্তুর সঙ্গে দৃশ্যমান বস্তুর মিল থাকলে গ) সাধারণ গুণের উল্লেখ থাকলে ঘ) দুটি বিশেষ পদের একটিকে বুঝায় ২১.আ + ও = ঔ - এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? ক) মহৌষধি খ) মহৌষধ গ) বনৌষধি ঘ) পরমৌষধ ২২. কোন ধ্বনিটির উচ্চারণ গাম্ভীর্যহীন ও মৃদু হবে? ক) ট খ) ল গ) ণ ঘ) ঝ ২৩.‘সওদাগর’ শব্দের ‘গর’ কোন ভাষা হতে আগত? ক) ফারসি খ) ইংরেজী গ) আরবি ঘ) হিন্দি ২৪. রতœাকর শব্দের সমার্থক শব্দ কোনটি? ক) সূর্য খ) কুঞ্জর গ) নদী ঘ) সমুদ্র ২৫.‘ চেষ্টা কর, সবই বুঝতে পারবে’- বাক্যটি কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? ক) আদেশ খ) সম্ভাবনায় গ) বিধান অর্থে ঘ) অনুরোধ অর্থে ২৬. জ্যোৎস্নায় চারদিক ঝলমল করছে। বাক্যের ক্রিয়াটি কোন কাল নির্দেশক? ক) সাধারণ বর্তমান খ) ঘটমান বর্তমান গ) পুরাঘটিত বর্তমান ঘ) নিত্যবৃত্ত বর্তমান ২৭.‘সবিতা’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক) নারী খ) চন্দ্র গ) সূর্য ঘ) সতী ২৮.‘নাবিক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) না + ইক খ) নো + ইক গ) নৌ + ইক ঘ) না + বিক ২৯.নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন? ক) এটাই করিমদের বাড়ি খ) সিংহ বনে থাকে গ) বড় বড় মাঠ ঘ) পাখি সব করে রব ৩০.‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী? ক) বহুমুখী খ) বহুবৃদ্ধি গ) বহু ধান ঘ) বহু ধন ৩১.নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’ হয়? ক) কারণ খ) ব্রাহ্মণ গ) ভাষণ ঘ) লবণ/বাণিজ্য ৩২.‘সারাটি সকাল/বিকেল তোমার আশায় বসে আছি’- এখানে ‘সারাটি’ কোন অর্থ প্রকাশ করেছে? ক) নিরর্থক ভাব খ) অনির্দিষ্টতা গ) নির্দিষ্টতা ঘ) সামান্যতা ৩৩.‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) মন + ঈষা খ) মনঃ + ইষা গ) মনস + ঈষা ঘ) মনো + ঈষা ৩৪.স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে? ক) ফলা খ) কার গ) রেখা ঘ) যুক্তবর্ণ ৩৫.‘নিখুঁত’ অর্থে ‘পাকা’ শব্দটির ব্যবহার হয়েছে কোনটিতে? ক) পাকা কথা খ) পাকা কাজ গ) পাকা রং ঘ) পাকা হাড় ৩৬. রাজার হুকুম- এটি কোন ধরনের সম্বন্ধ? ক) কর্তৃ সম্বন্ধ খ) কর্ম সম্বন্ধ গ) করণ সম্বন্ধ ঘ) অপাদান সম্বন্ধ ৩৭. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? ক) গুরু গম্ভীর খ) কৃত্রিম গ) পরিবর্তনশীল ঘ) তৎসম শব্দবহুল ৩৮. জাত অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? ক) জমিদারি খ) রেশমী গ) দোকানি ঘ) চাষী ৩৯. কোন ক্রিয়াটি ভবিষ্যৎকালের অনুজ্ঞায় আদেশ বোঝাচ্ছে? ক) খোদা আপনার মঙ্গল করুন খ) তোর সর্বনাশ হোক গ) আমাকে সাহায্য করুন ঘ) সদা সত্য কথা বলবে ৪০.‘যে নারীর স্বামী ও পুত্র নেই’ - এককথায় কী হবে? ক) অনূঢ়া খ) কুমারী গ) নবোঢ়া ঘ) অবীরা ৪১. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? ক) মধুমালতী খ) সিকান্দারনামা গ) শ্রীকৃষ্ণকীর্তন ঘ) বৈষ্ণব পদাবলি ৪২. অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য- কোন পদ? ক) বিশেষ্য পদ খ) অব্যয় পদ গ) ক্রিয়াপদ ঘ) বিশেষণ পদ ৪৩. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? ক) নর-নারী খ) বালক-বালিকা গ) দুঃখী-দুঃখিনী ঘ) খান-খানম ৪৪.য, র, ল, ব- এ চারটি বর্ণকে বলে- ক) স্পর্শ বর্ণ খ) উষ্ম বর্ণ গ) অন্তঃস্থ বর্ণ ঘ) তালব্য বর্ণ ৪৫. তৃতীয়া তৎপুরুষ সমাসের ‘সমস্তপদ’ কোনটি? ক) গা-ঢাকা খ) তালকানা গ) মনগড়া ঘ) দেশসেবা ৪৬. অসমাপিকা ক্রিয়াপদ বাক্যের কোথায় বসে? ক) প্রথমে খ) শেষে গ) বিশ্লেষণের পূর্বে ঘ) বিশেষ্যের পর ৪৭. সামান্যতা বুঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে? ক) কালো কালো চেহারা খ) কবি কবি ভাব গ) রাশি রাধি ধন ঘ) গরম গরম জিলাপি ৪৮. ব্যাকরণের কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে? ক) বিশেষ্য ও সর্বনাম পদ খ) বিশেষ্য ও বিশেষণ পদ গ) সর্বনাম ও ক্রিয়াপদ ঘ) সর্বনাম ও বিশেষণ পদ ৪৯.‘উমেদারী’ কোন অর্থে তদ্ধিত প্রত্যয়? ক) মালিক অর্থে খ) জাত অর্থে গ) ব্যবসায় অর্থে ঘ) ভাব অর্থে ৫০. কোনটি সন্ধির উদ্দেশ্য? ক) শব্দের মিলন খ) বর্ণের মিল গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন ঘ) শব্দগত মাধুর্য সম্পাদন সঠিক উত্তর ১. (খ) ২. (ক) ৩. (গ) ৪. (ঘ) ৫. (ক) ৬. (গ) ৭. (ক) ৮. (ক) ৯. (গ) ১০. (ঘ) ১১. (ক) ১২. (গ) ১৩. (ক) ১৪. (খ) ১৫. (ক) ১৬. (ক) ১৭. (ক) ১৮. (ক) ১৯. (ঘ) ২০. (ক) ২১. (গ) ২২. (ক) ২৩. (ক) ২৪. (ঘ) ২৫. (খ) ২৬. (খ) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (গ) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (গ) ৩৪. (খ) ৩৫. (খ) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (খ) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (ক) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (গ) ৪৭. (ক) ৪৮. (ক) ৪৯. (ঘ) ৫০. (গ)
×