ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই হাতি হত্যা

প্রকাশিত: ০৫:৫৭, ১৯ অক্টোবর ২০১৫

দুই হাতি হত্যা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৮ অক্টোবর ॥ দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের দক্ষিণ মাখনেরচর সীমান্ত এলাকায় ভারত থেকে আসা দুটি বন্যহাতি হত্যা করে দাঁত, কান, শুঁড় লেজ কেটে নেয়ার ঘটনা ঘটেছে। হাতি দুটি দেখার জন্য এলাকার বিভিন্ন নারী- পুরুষ ভিড় করছেন। ওপারের অসম মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের বালুঘাট নোকাই ঝোড়া সীমান্ত এলাকা পার হয়ে প্রায় প্রতি বছর বন্যহাতির দল এপারের লোকালয়ে এসে কৃষকের উঠতি ফসল মাড়িয়ে নষ্ট করে এবং বাড়িঘর ভাংচুর করে। ওই এলাকায় কয়েকদিন ধরে ওপারের বন্যহাতির দল সন্ধ্যার পরেই এপারে চলে আসে। শনিবার সন্ধ্যায় স্থানীয় কিছু লোকজন জেনারেটর চালিয়ে, বিদ্যুতের তার ক্ষেতে ছিটিয়ে ফাঁদ পেতে রাখা হয় হাতি মারার জন্য। রাত ৮টার দিকে হাতির দল এপারে নেমে এলে তারে জড়িয়ে দুটি বড় হাতি আটকে পড়ে। এ সময় একটি সংঘবদ্ধ চক্র হাতি দুটির শুঁড় বড় দাঁত, কান, লেজ চোখসহ বিভিন্ন অংশ কেটে নেয়া হয়। দৌলতপুরে পদ্মায় কিশোর নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৮ অক্টোবর ॥ পদ্মা নদীতে ডুবে বিদ্যুত (১৪) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচরের পদ্মা নদীতে ডুবে সে নিখোঁজ হয়।
×