ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিলামে ‘টাইটানিকের হিমশৈল’

প্রকাশিত: ০৫:৫০, ১৯ অক্টোবর ২০১৫

নিলামে ‘টাইটানিকের হিমশৈল’

যে হিমশৈলের আঘাতে টাইটানিক জাহাজটি ডুবেছিল, সেই হিমশৈলের ছবি এবার নিলামে উঠছে। এর দাম ধরা হয়েছে ১০ হাজার থেকে ১৫ হাজার পাউন্ড। ১৯১২ সালের ১৪ এপ্রিল মধ্যরাতে টাইটানিক ডুবে যায়। এর পরদিন ১৫ এপ্রিল ভোরে এই হিমশৈলটির ছবি তোলেন ভাগ্যজোরে বেঁচে যাওয়া টাইটানিকের প্রধান স্টুয়ার্ড। ছবিটি টাইটানিকের মালিকের ফার্মে ছিল এবং ফার্মের চার মালিক ২৪ অক্টোবর ছবিটি নিলামে তুলছেন। ছবির নিচে ওই স্টুয়ার্ড ও টাইটানিকের তিন কর্মীর স্বাক্ষর আছে। -ওয়েবসাইট
×