ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় সৈন্য পাঠানোর কথা নাকচ কিউবার

প্রকাশিত: ০৫:৫০, ১৯ অক্টোবর ২০১৫

সিরিয়ায় সৈন্য পাঠানোর কথা নাকচ কিউবার

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সহায়তায় কিউবা সৈন্য পাঠিয়েছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নাকচ করেছে হাভানা। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার ফক্স নিউজ নেটওয়ার্ক জানায়, কিউবা সিরিয়ায় ৩০০ সৈন্য পাঠিয়েছে। খবর এএফপি’র। ফক্স নিউজ ওই প্রতিবেদনে আরও জানায়, ইউনিভার্সিটি অব মায়ামির কিউবান ও কিউবান-আমেরিকান স্টাডিজ জানতে পেরেছে যে, আসাদ সরকারকে সহায়তার জন্য কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান একটি সামরিক বাহিনীসহ সিরিয়া পৌঁছেছেন। মধ্যপ্রাচ্য জুড়ে গণমাধ্যমে এই সংবাদটি ছড়িয়ে পড়েছে। যদিও পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার জানিয়েছেন, খবরটির সত্যতা সম্পর্কে যাচাই করা যায়নি। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ক প্রধান গেরার্দো পেনালভের পোর্তাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘কিউবা সিরিয়ায় সৈন্য পাঠানোর এই দায়িত্বজ্ঞানহীন তথ্যকে প্রত্যাখ্যান করছে।’ রাশিয়া ও ইরানের সঙ্গে কিউবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই দুটি রাষ্ট্র আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে।
×