ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত বিনিয়োগ ফোরামের আত্মপ্রকাশ

প্রকাশিত: ০৫:৪১, ১৯ অক্টোবর ২০১৫

বাংলাদেশ-ভারত বিনিয়োগ ফোরামের আত্মপ্রকাশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ-ভারত বিনিয়োগ ফোরাম- বিআইআইএফ। গত শনিবার সন্ধ্যায় ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের বিভিন্ন সেক্টরের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এই ফোরামের আত্মপ্রকাশ হয়। এ সময় জানানো হয়, নেপাল ও ভুটান এই ফোরামে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় আছে। তখন ফোরামের নতুন নাম হবে বিবিআইএন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, এই ফোরামকে কার্যকর করতে দুদেশের বেসরকারী খাতের যৌথ বিনিয়োগ, বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশকে বড় বাজার উল্লেখ করে বলেন, দুদেশে যৌথ বিনিয়োগ হলে একদিকে বিদ্যমান বাণিজ্যিক ভারসাম্য দূর হবে।
×