ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:০৬, ১৮ অক্টোবর ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

সুধীর বরন মাঝি, শিক্ষক ডক্টর মালিকা কলেজ ,৭/এ, ধানমন্ডি ঢাকা-১২০৯, মোবাইল- ০১৯১২-২৯৫০৮৫ ................................................... প্রস্তুতি ৩য় অধ্যায় ১। মারাত্মক ব্যাধি প্রতিরোধের উপায় কী ? (র)ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার (রর) আবেগ প্রশমন (ররর)ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখান নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২।ভাইরাস কী ? (ক) একটি রোগের নাম (খ) একটি মৃতজীবি প্রাণী (গ) একটি অণুজীব (ঘ) এইডসের প্রতিষেধক ৩। সবর্ প্রথম কত সালে এইডস ধরা পড়ে ? (ক) ১৯৮১(খ) ১৯৮২ (গ) ১৯৮৩ (ঘ) ১৯৮৪ সালে। ৪। এইডস এক ধরণের - (ক) ভাইরাসজনিত রোগ (খ)ব্যাকটেরিয়া জনিত রোগ (গ) ভিরিওডস জনিত রোগ (ঘ) একটিনোমাইসিটি জনিত রোগ ৫। এইডস কীভাবে ছড়ায় ? (ক) বায়ুর মাধ্যমে (খ) এইচআইভি সংক্রমিত ব্যক্তির রক্তগ্রহণের মাধ্যমে (গ) খাদ্যের মাধ্যমে (ঘ) হাঁচি-কাশির মাধ্যমে ৬। এইডস রোগির শেষ পরিণতি কী ? (ক) বিকলাঙ্গ (খ) অঙ্গহানী (গ) অকাল মৃত্যু (ঘ) প্যারালাইসিস জিকু ও পিকু দু’জনে বন্ধু। জিকুর ইনজেকশনের মাধ্যমে ড্রাগ সেবনের অভ্যাস আছে এবং সে ইতোমধ্যে এইচআইভি দ্বারা আক্রান্ত হয়েছে । সে একদিন পিকুকে ড্রাগ নেওয়ার প্রস্তাব দেয়। প্রথম দিকে অস্বীকৃতি জানালেও জিকুর পীড়াপীড়িতে পিকু রাজী হয়। উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও। ৭। জিকুর প্রস্তাবের প্রেক্ষিতে পিকুর উচিৎ ছিল - (র ) প্রস্তাবের ক্ষতিকর দিক তুলে ধরা (রর)নিজের অবস্থানে দৃঢ় থাকা (ররর) জিকুকে শাসন করা। নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৮।এইচআইভি কে অত্যন্ত মারাত্মক ভাইরাস বলার কারন- (র) এ ভাইরাসের আক্রমনে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয় (র র)মানুষ অন্ধ হয়ে যায় (র র র) রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৯। কোন রোগের এখনো কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি ? (ক) যক্ষ্মা (খ) পোলিও (গ) এইডস (ঘ) হুপিং কাশি ১০। ঐওঠএর পূর্ণ রূপ কোনটি ? (ক) ঐঁসধহ রহভষঁবহুধ ারৎঁং (খ) ঐঁসধহ রসসঁহব ারৎঁং (গ) ঐঁসধহ রহফঁপবফ ারৎঁং (ঘ) ঐঁসধহ রসসঁহব ফবভরপরবহপু ারৎঁং ১১। শরীরের ওজন দ্রুত হ্রাস পাওয়া কোন রোগের লক্ষণ ? (ক) এইডস (খ) জন্ডিস (গ) টিউমার (ঘ) যক্ষ্মা ১২। কিভাবে চললে এইডসে আক্রান্ত হওয়ার আশংকা অনেকাংশে কমবে ? (ক) পুষ্টিকর খবার খেলে (খ) পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে (গ) ধর্মীয় অনুশাসন মেনে চললে (ঘ)নিয়ম না মেনে চললে। ১৩। এইচআইভি প্রতিরোধের ক্ষেত্রে কোনটি বেশি কার্যকর ? (ক)শিক্ষার ব্যবস্থা করা (খ) সচেতনতা সৃষ্টি (গ)এইডস আক্রান্তদের এড়িয়ে চলা (ঘ)এইডস আক্রান্তদের সাথে মেলামেশা করা ১৪। এইচআইভি বিস্তারে মারাত্মক ক্ষতির প্রভাব রয়েছে- (র) পারিবারিক (রর) সামাজিক (ররর) অর্থনৈতিক নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৫। স্বাস্থ্য ব্যবস্থার জন্য কোনটি হুমকি স্বরূপ? (ক) জলাতঙ্ক (খ) এইডস (গ) পোলিও (ঘ) কালাজ্বর ১৬।এইডস বিস্তার সবচেয়ে বেশি কোথায়? (ক) আফ্রিকা (খ) আমেরিকা (গ) ইতালি (ঘ) মিশর ১৭। এইডস সংক্রমনের জন্য ঝুঁকিপূর্ণ কারা ? (ক) তরুণ-তরুণীরা (খ) অল্প বয়সী ছেলে-মেয়েরা (গ) ছেলেরা (ঘ) মেয়েরা ১৮। এইডসে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রের যুক্তিযুক্ত হলো - (র) কোন চিকিৎসায় ভালো হয় না (রর)সহজেই অন্যান্য রোগে আক্রান্ত হয় (ররর) একমাত্র পরিণতি হলো মৃত্যু নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৯। কিশোর-কিশোরীরা ঝুঁকিপূর্ণ কাজ করে- (র) কৌতুহলবশত (র র) স্বইচ্ছায় (র র র) আবেগের বশবর্তী হয়ে নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২০। কোন রোগের নির্দিষ্ট কোন লক্ষণ নেই ? (ক) ডায়রিয়া (খ) টাইফয়েড (গ) এইডস (ঘ) ডিপথেরিয়া উত্তর ঃ ১ (ঘ) ২ (গ) ৩ (ক) ৪ (ক) ৫ (খ) ৬ (গ) ৭ (ঘ) ৮ (খ) ৯ (গ) ১০ (ঘ) ১১ (ক) ১২ (গ) ১৩ (খ) ১৪(ঘ) ১৫ (খ) ১৬ (ক) ১৭ (খ) ১৮ (ঘ) ১৯ (ঘ) ২০ (গ)
×