ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়ালটনকে বেসরকারী হাইটেক পার্ক ঘোষণার আশ্বাস

প্রকাশিত: ০৫:৩২, ১৮ অক্টোবর ২০১৫

ওয়ালটনকে বেসরকারী হাইটেক পার্ক ঘোষণার আশ্বাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ওয়ালটন এখন জাতীয় গর্বে পরিণত হয়েছে। ওয়ালটন দক্ষতা, যোগ্যতা এবং সার্ভিস দিয়ে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ওয়ালটন বাংলাদেশের মানুষের সামনে সাফল্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা আইসিটি খাতের বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করবে। সরকারী নীতিমালার আওতায় ওয়ালটনকে বেসরকারী হাইটেক পার্ক ঘোষণার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ওয়ালটনকে হাইটেক পার্কের সব সুযোগ-সুবিধা দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ফ্যাক্টরি কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ওয়ালটনের নব-নির্মিত ই-কমার্স ওয়েবসাইটের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম, ওয়ালটনের পরিচালক রেজাউল আলম শামীম ও মঞ্জুরুল ইসলাম অভি, নির্বাহী পরিচালক আবুল বাশার হাওলাদার, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, লেঃ কর্নেল (অব) আবদুল কাদের, কর্নেল (অব) এসএম শাহাদাত আলম প্রমুখ। প্রতিমন্ত্রী ওয়ালটনের বিভিন্ন উৎপাদন ইউনিট সরজমিন পরিদর্শ করেন। ওয়ালটনের আইটি বিভাগের পরিচালক আরিফুল আম্বিয়া বলেন, আগ্রহী ক্রেতারা ওয়ালটনবিডি.কম ওয়েবসাইটে গিয়ে ই-কমার্স সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটির যে কোন পণ্য সহজেই কিনতে পারবেন। ফোর জি হ্যান্ডসেট আনছে রিলায়েন্স নবেম্বরের মধ্যেই এলওয়াইএফ (লিফ) ব্র্যান্ড নামে ফোর জি মোবাইল হ্যান্ডসেট বাজারে আনবে রিলায়েন্স গোষ্ঠী। ফোর জি পরিষেবা দেবে তার মাধ্যমে। ওই ফোন তৈরির কাজ শীঘ্রই শুরু হবে। তা বাজারে আনবে রিলায়েন্স রিটেল। এদিকে দ্বিতীয় ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিট মুনাফা ১২.৫২ শতাংশ বেড়ে হলো ৬,৭২০ কোটি টাকা। -অর্থনৈতিক রিপোর্টার ইউকু টুডুও কিনে নিতে চায় আলিবাবা চীনের ইন্টারনেটে ভিডিও পরিষেবা সংস্থা (ভিডিও স্ট্রিমিং) ইউকু টুডুও পুরোপুরি কিনে নিতে প্রস্তাব দিল আলিবাবা। এ জন্য প্রায় ৩৬০ কোটি ডলার নগদ দিতে চায় চীনের ই-কমার্স সংস্থাটি। গত বছরই ‘চীনের ইউটিউব’ নামে পরিচিত ইউকু টুডুও’র ১৮.৩ শতাংশ শেয়ার হাতে নিয়েছে আলিবাবা। নতুন প্রস্তাবে ভিডিও স্ট্রিমিং সংস্থাটির বাজার দর দাঁড়াতে পারে প্রায় ৫২০ কোটি ডলারে। নিজেদের পরিষেবার প্রসার বাড়াতে আগামী দিনে নেটে ভিডিও পরিষেবাকে হাতিয়ার করতে চায় আলিবাবা। সেই কারণেই এ উদ্যোগ বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ইতোমধ্যেই ইউকু টুডুও’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিইও ভিক্টর কু অধিগ্রহণের প্রস্তাবে নিজের সমর্থন জানিয়েছেন। তবে প্রস্তাব খতিয়ে দেখতে দু’জন স্বাধীন ডিরেক্টরের কমিটি গঠন করেছে সংস্থার পরিচালনা পর্ষদ। -অর্থনৈতিক রিপোর্টার
×