ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরীর চিকিৎসায় এগিয়ে আসুন

প্রকাশিত: ০৫:০১, ১৮ অক্টোবর ২০১৫

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরীর চিকিৎসায় এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ যুদ্ধাহত মুুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরীর (৭০) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারসহ বেশ কয়েকটি জটিল রোগে ভুগছেন। বিভিন্ন সময় তাকে তিনবার অপারেশন করানো হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে প্রস্রাবের রাস্তা। প্রস্রাবের জন্য নাভির নিচ দিয়ে বিকল্প পথ তৈরি করা হয়েছে। ইউরোলজি সমস্যার পাশাপাশি তার কিডনি ও লিভার সমস্যাও জটিল আকার ধারণ করেছে। তার সুচিকিৎসার জন্য অনেক টাকা দরকার। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। গোলাম মোস্তফা চৌধুরী জনকণ্ঠকে জানান, মুক্তিযুদ্ধে তিনি শত্রুপক্ষের গুলির আঘাতে মারাত্মক আহত হন। তার আর্থিক অবস্থা খুবই খারাপ। অনেক কষ্টে তিনি পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করছেন। ঢাকা ও গ্রামে তাঁর সহায় সম্পত্তি বলতে কিছুই নেই। ছেলের চাকরির স্বল্প বেতন দিয়ে সংসার চলে। বড় মেয়ের বিয়ে দিলেও টাকার অভাবে ছোট মেয়ের বিয়ে দেয়া সম্ভব হচ্ছে না। একদিকে সংসারের ভরণপোষণ, অন্যদিকে নিজের চিকিৎসার টাকা যোগাড় করতে গিয়ে অসহায় হয়ে পড়েছেন গোলাম মোস্তফা। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরীর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭১৫৮১০৬৬৬। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-গোলাম মোস্তফা চৌধুরী, অগ্রণী ব্যাংক, গাবতলী শাখা, ঢাকা, হিসাব নং-৬৬৩৩/৯। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×