ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আত্রাইয়ে বাংলাভাইয়ের সহযোগী গ্রেফতার

প্রকাশিত: ০১:২৮, ১৭ অক্টোবর ২০১৫

আত্রাইয়ে বাংলাভাইয়ের সহযোগী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের সেকেন্ড ইন কমান্ড, হত্যাসহ ৫টি মামলার পলাতক আসামী আবুল হোসেন মাষ্টার (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে আত্রাই উপজেলার পাঁচপাকিয়া গ্রামের জনৈক রোস্তম আলীর ছেলে ও জগদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শামসুর আলম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলা পাঁচ পাকিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতাকৃত আবুল হোসেন মাষ্টার জেএমবির তালিকাভুক্ত সন্ত্রাসী এবং বাংলাভাইয়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে বিগত ২০০৪ সালে আত্রাই উপজেলা এলাকায় বাংলাভাইয়ের সঙ্গে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আত্রাই থানায় একটি হত্যাসহ ৫টি মামলা রয়েছে। নওগাঁ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইলাল সরকার জানান, গ্রেফতারকৃত আবুল হোসেন মাষ্টার দীর্ঘ দিন থেকে বিভিন্ন মামলায় জামিনে ছিল। সম্প্রতি সে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করার জন্য একটি জঙ্গী গ্রুপকে সংগঠিত করছিলো। এ ধরনের গোপন সংবাদ এবং তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
×