ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে বাম মোর্চার সমাবেশে পুলিশের লাঠি চার্জ, আহত ১০

প্রকাশিত: ০৭:৩৯, ১৭ অক্টোবর ২০১৫

মানিকগঞ্জে বাম মোর্চার সমাবেশে পুলিশের লাঠি চার্জ, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৬ অক্টোবর ॥ মানিকগঞ্জে গণতান্ত্রিক বাম মোর্চার লংমার্চের সমাবেশে পুলিশের লাঠিচার্জে কেন্দ্রীয় নেতা ও নারীকর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে এ ঘটনা ঘটে। গণসংগহতি আন্দোলনের মানিকগঞ্জ জেলা সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম বাবু জানান, রামপাল বিদ্যুত কেন্দ্রসহ সুন্দরবন বিধ্বংসী সকল প্রকল্প বাতিলের দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চার সুন্দরবন অভিমুখে লংমার্চটি দুপুরে মানিকগঞ্জে পৌঁছে। বিকেলে শহীদ স্মৃতিস্তম্ভে নেতাকর্মীরা সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের লাঠিচার্জে ছত্রভঙ্গ করে দেয়। এতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য শুধাংষ চক্রবর্তী, বহ্নিশিখা, তমাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সন্ধ্যার দিকে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। লংমার্চটি পরে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
×