ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিয়োগ পরীক্ষায় অসদুপায় নেত্রকোনায় পাঁচজনের সাজা

প্রকাশিত: ০৬:০৩, ১৭ অক্টোবর ২০১৫

নিয়োগ পরীক্ষায় অসদুপায় নেত্রকোনায় পাঁচজনের সাজা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৬ অক্টোবর ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারণা ও অসদুপায় অবলম্বনের দায়ে শুক্রবার নেত্রকোনায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে করাদ- দেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে গঠিত পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত এসব দ- প্রদান করে। সূত্র জানায়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা বলে প্রচুর টাকা হাতিয়ে নেয়ায় কেন্দুয়া উপজেলার জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে জেলা শহরের আনন্দবাজার এলাকা থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেয়। অন্যদিকে পরীক্ষা চলাকালে মোবাইল ফোনে কথা বলায় নেত্রকোনা সরকারী কলেজ কেন্দ্র থেকে সদর উপজেলার মনি জান্নাত নামে এক পরীক্ষার্থীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। এছাড়া হিরণপুর কেন্দ্র থেকে ফেসবুক ও এসএমএসের মাধ্যমে উত্তর আদান-প্রদান করার সময় পল্লব খান ঠাকুর, সজীব রায় ও জহিরুল ইসলাম নামে অপর তিনজনকে ১৫ দিন করে কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার জানান, পাবলিক পরীক্ষাসমূহের অপরাধ আইনে এই দ- প্রদান করা হয়।
×