ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশকে এগিয়ে নিতে জঙ্গীবাদ নির্মূল করতে হবে ॥ ইনু

প্রকাশিত: ০৬:০২, ১৭ অক্টোবর ২০১৫

দেশকে এগিয়ে নিতে জঙ্গীবাদ নির্মূল করতে হবে ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ১৬ অক্টোবর ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জঙ্গীবাদকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। দুর্নীতি ও দখলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জঙ্গীবাদ, দুর্নীতি ও দখলবাজ আপদদের কবল থেকে দেশকে মুক্ত করলে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে। তিনি বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের তাহিরপুরে দুই দিনব্যাপী হাওর উৎসব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে মোহনগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় জাসদ আয়োজিত পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। মোহনগঞ্জ উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি গোলাম এখলাছুর রহমানের সভাপতিত্বে পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মুখলেছুর রহমান মুক্তাদির, জাসদের ঢাকা মহানগর উত্তর শাখার আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ জয়নাল আবেদীন, নেত্রকোনা জেলা জাসদের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ মতিউর রহমান ভুঁইয়া, সহ-সভাপতি মোঃ শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী সিদ্দিকী, মোহনগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।
×