ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এটা দলের অবস্থান নয় ॥ বিজেপি

মুসলিমরা ভারতে থাকতে চাইলে গোমাংস ছাড়তে হবে ॥ হরিয়ানার মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ অক্টোবর ২০১৫

 মুসলিমরা ভারতে থাকতে চাইলে গোমাংস ছাড়তে হবে ॥ হরিয়ানার মুখ্যমন্ত্রী

মুসলিমরা ভারতে থাকতে চাইলে তাদের গোমাংস খাওয়া ছাড়তে হবে। একটি সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাতকারে হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার এ কথা বলেন। পরে তার এই মন্তব্যের বিষয় নিয়ে বিতর্ক শুরু হলে ‘মন্তব্য বিকৃত করা হয়েছে’ বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে বিজেপি শুক্রবার বলেছে যে এটা দলের অবস্থান নয়। পার্লামেন্টারি বিষয়ক মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু বলেন, এ ধরনের বক্তব্য ভুল। আমি খাট্টারের সঙ্গে কথা বলব। তিনি আরও বলেন, কারও খাদ্যাভাসের সঙ্গে ধর্মকে জড়ানো সঠিক নয়। অন্যের অনুভূতি সবার মনে রাখা উচিত এবং খাদ্য হচ্ছে মানুষের ব্যক্তিগত পছন্দের বিষয়। খবর টাইমস অব ইন্ডিয়া ও আজকালের। মনোহরলাল খাট্টার জানান, তিনি কাউকে পাকিস্তান যেতে বলেননি। তবে এই বক্তব্যের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি এর জন্য দুঃখিত। তিনি জানান, সব সম্প্রদায়ের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে। সম্প্রতি একটি সাক্ষাতকারে খাট্টার বলেন, একটি ভুল বোঝাবুঝির ফলই হলো দাদরি কা-।
×