ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুয়েটে ভর্তি পরীক্ষা কাল

প্রকাশিত: ০৭:৫৪, ১৬ অক্টোবর ২০১৫

বুয়েটে ভর্তি পরীক্ষা কাল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িত ও ইলেক্ট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের বিভিন্ন বিভাগের অধীন স্নাতক কোর্সে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে লেভেল-১, টার্ম-১-এর ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। পুরকৌশল ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরকৌশল ভবন ব্যতীত অন্যান্য ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। এ বছর ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৭০৬ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্রজাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও নগর এবং অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসনসংখ্যা ১০৩০টি। উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা ৫ নবেম্বর প্রকাশিত হবে। -বিজ্ঞপ্তি
×