ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় সংসদের অষ্টম অধিবেশন বসছে ৮ নবেম্বর

প্রকাশিত: ০৫:২৫, ১৬ অক্টোবর ২০১৫

জাতীয় সংসদের অষ্টম অধিবেশন বসছে ৮ নবেম্বর

সংসদ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আগামী ৮ নবেম্বর থেকে শুরু হচ্ছে। বিকেল সাড়ে ৪টায় এ অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বৃহস্পতিবার এই অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা অধিবেশন আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছে। গত ১ সেপ্টেম্বর জাতীয় সংসদের সপ্তম অধিবেশন শুরু হয় এবং ১০ সেপ্টেম্বর তা শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্য-বাধকতা থাকায় এই অধিবেশন আহ্বান করা হয়েছে। গত অধিবেশনের মতো আগামী অধিবেশনও সংক্ষিপ্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচী চূড়ান্ত করা হবে।
×