ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুবাই টেস্টে ৩য় দিনের লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ -১২২/১

প্রকাশিত: ২১:২৮, ১৫ অক্টোবর ২০১৫

দুবাই টেস্টে ৩য় দিনের লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ -১২২/১

অনলাইন ডেস্ক॥ দুবাই টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১ম টেস্টে, ৫২৩ রান তাড়া করে ইংল্যান্ড ৩য় দিনের লাঞ্চ পর্যন্ত ১২২ রান সংগ্রহ করেছে ১ উইকেট হারিয়ে। আজ প্রথম সেশনে ইমরান খানের বলে মঈন আলী ৩৫ রানে আউট হয়। সম্পূর্ণ ব্যাটিং সহায়ক ফাস্ট ও স্পিন কোন বোলার ঠিক মত অধিপত্য বিস্তার করতে পারছেনা। লাঞ্চের বিরতির সময় কুক ৭৮ রানে ও বেল ১ রানে অপারাজিত রয়েছেন। ইংল্যান্ডের ইনিংসে অধিনায়ক কুক দ্রুত গতিতে রান তুললেও মঈন খান ও বেল ধীর গতিতে রান তুেলেেছন। কুক ৭৮ রান সংগ্রহ করেন ১৪১ বলে অপর দিকে বেল ১ রান সংগ্রহ করতে ২৭ টি বল খেলেছেন। মঈন খান ৩৫ সংগ্রহ করেন ১৩১ এল। বিশাল এই রান তাড়া না করে ইংল্যান্ড চাইছে ফ্লো-অন এড়িয়ে নিজেদের রানের ভিত মজবুত করতে। পাকিস্তান ইংনিংসের উল্লেখযোগ্য রান করেছেন শোয়েব মাািরক ২৪৫ রান ও শফিক ১০৭ রান। ইংল্যান্ডের অভিষেক হওয়ার আদেল রশিদ ৩৪ ওভারে ১৬৩ রানে কোন উইকেট লাখ করতে পারেনি। এই ধরনের প্রাণহীন উকেটে টেস্ট ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছে।
×