ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনশন

প্রকাশিত: ০৮:৪২, ১৫ অক্টোবর ২০১৫

মেডিক্যাল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনশন

স্টাফ রিপোর্টার ॥ মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচী পালন করছেন মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। বুধবার বেলা ১১টা থেকে শুরু হয় এ আমরণ অনশন কর্মসূচী। এ সময় শিক্ষার্থী এবং অভিভাবকরা পুনরায় ভর্তি পরীক্ষা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। দাবি আদায়ের লক্ষ্যে রাতেও শহীদ মিনারে অবস্থান করার ঘোষণা দেন তারা। অনশন কর্মসূচীতে শিক্ষার্থীরা বলেন, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং ভর্তি পরীক্ষার আগে বিভিন্নভাবে সংগৃহীত প্রশ্নপত্রসমূহ ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখলেই প্রশ্নফাঁসের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের লোকজন পরোক্ষভাবে প্রশ্নফাঁসের বিষয়টি স্বীকার করে চলেছেন। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতর থেকে প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনাকে ‘প্রশ্নপত্র ফাঁস’ বলা যাবে না বলে বক্তব্য দিয়েছিলেন। আর প্রশ্নফাঁস প্রমাণ করতে পর্যাপ্ত তথ্য রয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
×