ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সার্কুলার ট্রেন চালুর চিন্তা

প্রকাশিত: ০৮:৩৮, ১৫ অক্টোবর ২০১৫

রাজধানীতে সার্কুলার ট্রেন চালুর চিন্তা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যানজট নিরসনে সার্কুলার ট্রেন চালুর কথা ভাবছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতিও দিয়েছেন বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। বুধবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ক্র্যাব) ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় ও রাজধানী ঢাকার যানজট নিরসনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুসারে বর্তমানে সার্কুলার রেলপথ প্রকল্পের ব্যাপারে সমীক্ষা কাজ চলছে। এরপর তা বাস্তবায়নের জন্য প্রকল্প প্রস্তাবনা তৈরি হবে। প্রস্তাবনা একনেকে পাস হবে। তারপর অর্থপ্রাপ্তি সাপেক্ষে তা বাস্তবায়ন হবে। মুজিবুল হক বলেন, যাত্রীসেবার মান বাড়াতে পর্যায়ক্রমে সারাদেশের রেললাইন ডাবল করা হবে। এছাড়া কোচ, ইঞ্জিন ও লোকবলের যে সমস্যা আছে আগামী এক বছরের মধ্যে তা দূর হবে। মন্ত্রী বলেন, ঢাকা থেকে পদ্মা পর্যন্ত ও পদ্মা থেকে জাজিরা হয়ে ফরিদপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের কাজ শিগগিরই শুরু হবে। যাত্রীসেবা আরও বাড়াতে জানুয়ারি থেকে ২৭০টি যাত্রীবাহী বগি ক্রমান্বয়ে রেলওয়ের বহরে যোগ করা হবে। ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ লেন স্থাপনের কাজও শিগগিরই শুরু হবে। এছাড়া রেলের মান ও সেবা বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আগামী তিন বছরের মধ্যে সেগুলোর উন্নয়ন দৃশ্যমান হবে।
×