ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বিরানি খেয়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৬, ১৫ অক্টোবর ২০১৫

কক্সবাজারে বিরানি  খেয়ে দুই শিশুর  মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় ক্যান্ডি নামের একটি অভিজাত হোটেলের বিরানি খেয়ে মাহিয়া আক্তার (১০) ও মিলি আক্তার (৫) নামে দুই বোনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার রাতে চকরিয়া শহরের জমজম হাসপাতালে ও বুধবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এ দুই শিশুর মৃত্যু হয়। শিশুর মা বুলু আক্তার (২৮) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চকরিয়া বরইতলী বাঘগুজারা এলাকার গাড়ি চালক মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মিজানুর রহমান চকরিয়া পৌরশহরের হোটেল ক্যান্ডি বিরানি হাউস থেকে তিন প্যাকেট বিরানি কিনে বাড়িতে যান। এরপর রাত ৮টার দিকে তার স্ত্রী বুলু আক্তার, দুই মেয়ে মাহিয়া ও মিলি আক্তার প্যাকেট খুলে বিরানি খাওয়ার কিছুক্ষণ পর মা মেয়ে তিনজনই বমি ও পায়খানা করতে থাকে। তৎক্ষণাৎ তিনজনকে চকরিয়া শহরের জমজম হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশু মিলি আক্তারকে মৃত ঘোষণা করেন।
×