ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আট মাসে ৬৫৩ নারী নির্যাতিত

প্রকাশিত: ০৫:৪৬, ১৫ অক্টোবর ২০১৫

চট্টগ্রামে আট মাসে  ৬৫৩ নারী  নির্যাতিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে চলতি বছরের প্রথম আট মাসে ৬৫৩ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে ৩৯৫টি। বুধবার এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক। ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, ভিকটিম সাপোর্টস সেন্টার ও আইন সহায়তা কেন্দ্রগুলোর তথ্য পর্যালোচনায় এ তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, একই সময়ে চট্টগ্রামের তিনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারীর ওপর নানা সহিংসতার ঘটনায় মোট ৩৯৫টি মামলা হয়েছে। এই চিত্রই প্রমাণ করে যে, যৌন হয়রানির প্রতিকার চেয়ে থানা ও আইনের ধারস্থ হওয়ার হার যথেষ্ট কম। প্রকৃতপক্ষে হয়রানির মাত্রা অনেক বেশি। নেটওয়ার্কের আহ্বায়ক নারীনেত্রী জেসমিন সুলতানা পারু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, নগরীর ডবলমুরিং থানার ভিকটিম সাপোর্ট সেন্টার এবং সরকারী ও বেসরকারী আইন সহায়তা কেন্দ্রগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান পাওয়া গেছে।
×