ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ

প্রকাশিত: ০৫:৩৯, ১৫ অক্টোবর ২০১৫

বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিরাপত্তা ইস্যুতে সম্প্রতি দূতাবাসগুলো, তাদের নাগরিকদের চলাচলে সাবধানতা অবলম্বন করতে বললেও, এখনও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে নিরাপদ হিসেবেই দেখছেন বিদেশীরা। অর্থনীতিবিদদের পরামর্শ, স্থিতিশীল অর্থনীতির স্বার্থে বজায় রাখতে হবে বিনিয়োগবান্ধব পরিবেশ। অন্যদিকে, বিশ্ব অর্থনীতির স্বার্থেই বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আস্থা হারাবে না বিদেশীরা। এমনটাই মত নিরাপত্তা বিশ্লেষকদের। সম্প্রতি দুই বিদেশী নাগরিক খুনের ঘটনার পর, অনেকটাই সাবধানে চলাচল করতে বলা হয় বিদেশী নাগরিকদের। এর ফলে পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফরও বাতিল করেন অনেকেই। এতে করে আশঙ্কা তৈরি হয় বাংলাদেশে বিদেশী বিনিয়োগ কমে যাওয়ার। তবে এসব ঘটনাকে, বিনিয়োগের ক্ষেত্রে বড় কোন বাধা হিসেবে মনে করছেন না স্বয়ং বিদেশীরা। অর্থনীতিবিদরাও বলছেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নেতিবাচক কোন প্রভাব পড়তে পারে, এখনও তেমন কোন পরিস্থিতি তৈরি হয়নি। দেশী বিনিয়োগকারীরা আগ্রহ হারাতে পারে, এমন অস্থিরতা তৈরির আশঙ্কাও নেই বলে দাবি করছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর ইসফাক এলাহী চৌধুরী। পাশাপাশি, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকারও আহ্বান জানান তারা।
×