ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লা ইপিজেডে তাইওয়ান-চাইনীজ কোম্পানির ৬০ লাখ ডলার বিনিয়োগ

প্রকাশিত: ০৫:৩৯, ১৫ অক্টোবর ২০১৫

কুমিল্লা ইপিজেডে তাইওয়ান-চাইনীজ কোম্পানির ৬০  লাখ ডলার বিনিয়োগ

তাইওয়ান-চাইনীজ কোম্পানি মেসার্স ম্যাকএমব্লেম ম্যানুফাকচারিং কোং লিমিটেড কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় মেটাল সামগ্রী প্রস্তুতকৃত শিল্প স্থাপন করতে যাচ্ছে। সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন এই কারখানায় ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বার্ষিক প্রায় ১৫৮ লাখ পিস্ মেটাল লেবেল পিন, মেডেল, চাবির চেইন ইত্যাদি উৎপাদন করবে। ম্যাকএমব্লেম ম্যানুফাকচারিং কারখানায় ১৪৮৬ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই উপলক্ষে বুধবার ঢাকায় বেপজা নির্বাহী দফতরে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও মেসার্স ম্যাকএমব্লেম ম্যানুফাকচারিং কোং লি.-এর মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম এবং ম্যাকএমব্লেম ম্যানুফাকচারিং কোং লি. এর ব্যবস্থাপনা পরিচালক মি. হাং, চী-চ্যাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার পক্ষে নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, সচিব শওকত নবী এবং মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) আহসান কবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি
×