ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরের বিপসট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৫:৩২, ১৫ অক্টোবর ২০১৫

গাজীপুরের বিপসট  পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার রাজেন্দ্রপুর সেনানিবাসের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন। মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান সেনানিবাসে তাঁদেরকে স্বাগত জানান। পরিদর্শনকালে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকা- এবং বিপসট’র প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। পরবর্তীতে তারা বিপসটের অভ্যন্তরীণ ও মাঠ পর্যায়ের প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন। বার্নিকাট বিপসটের প্রশিক্ষণের মান ও প্রশিক্ষণ সুবিধার ভূয়সী ¿শংসা ও এর উত্তরোত্তর উন্নতি কামনা করেন। তিনি প্রায় তিন দশক ধরে বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের উচ্ছ্বসিত প্রশংসা করেন । -আইএসপিআর
×