ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চলতি অর্থবছরে ৬শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে চসিক

প্রকাশিত: ০৫:৩১, ১৫ অক্টোবর ২০১৫

চলতি অর্থবছরে ৬শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চলতি অর্থবছরে প্রায় ৬শ’ কোটি টাকার উন্নয়ন কর্মকা- পরিচালিত হবে চট্টগ্রাম নগরীতে। এডিপি, জাইকা ও সিডিএমপিসহ বিভিন্ন সংস্থার অর্থায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাধ্যমে নানামুখী প্রকল্প বাস্তবায়িত হবে। এরমধ্যে রয়েছে নগরীর অবকাঠামোগত উন্নয়ন, খাল খনন, এ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপন, মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রকৌশল, সিভিল, যান্ত্রিক ও বিদ্যুত বিভাগের নিয়মিত সমন্বয় সভায় প্রকল্পগুলো অনুমোদিত হয়। সভায় সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তারা বলেন, বিরামহীন বর্ষণজনিত কারণে নগরীর সবগুলো সড়ক ও বাইলেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সকল সড়ক সংস্কার, অবকাঠামো উন্নয়ন, এ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপন, বাড়ুইপাড়া থেকে কর্ণফুলী ব্রিজ পর্যন্ত নতুন খাল খনন, মান নির্ণয়ের জন্য আধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হবে।
×