ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএ গেমস পেছাল দুই সপ্তাহ

প্রকাশিত: ০৫:৩৭, ১৪ অক্টোবর ২০১৫

এসএ গেমস পেছাল দুই সপ্তাহ

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন দ্বাদশ সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) সম্পর্কে খবর হলো সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল ১৫ দিন এই গেমস পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কথা ছিল আগামী বছর ১০-২০ জানুয়ারি পর্যন্ত গুয়াহাটি ও শিলংয়ে হবে এসএ গেমসের ১২তম আসর। কিন্তু রবিবার সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয় গেমস ১৫ দিন পিছিয়ে দেয়ার! তাই আগামী ১০ জানুয়ারি পর্দা উঠছে না এসএ গেমসের। একই সঙ্গে ঠিক হয়েছে ২২ ইভেন্টের পাশাপাশি লন টেনিসকেও এসএ গেমসে যুক্ত করার। প্রতি দুই বছর অন্তর এসএ গেমস হওয়ার কথা। কিন্তু নানান জটিলতায় নির্ধারিত সময়ে ভারত গেমস আয়োজন করতে পারেনি। সর্বশেষ ঢাকায় ২০১০ সালে হয় একাদশ আসর। তারপর পাঁচ বছর পেরিয়ে যাচ্ছে, তবু ভারতীয় অলিম্পিক এ্যাসোসিয়েশন পারল না সঠিক সময়ে গেমস আয়োজন করতে! আগামী জানুয়ারিতে গুয়াহাটি ও শিলংয়ে যে ভীষণ শীত পড়ে, বোঝা উচিত ছিল স্বাগতিক কর্তাদের। কিন্তু তা চিন্তা না করেই জানুয়ারিতে গেমসের তারিখ ঠিক করে ভারত। যদিও সেই তারিখও ঠিক রাখতে পারেনি ভারত। উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে সদস্য দেশগুলোর অলিম্পিক কমিটিকে ঠিক কবে এসএ গেমস শুরু হবে তা জানিয়ে দেবে ভারতীয় অলিম্পিক এ্যাসোসিয়েশন। তবে আয়োজক শহরে ঠা-ার দাপট থেকে বাঁচার বিষয়টিও বিবেচনা করে কয়েকটি দেশ টুর্নামেন্ট পিছিয়ে দেয়ার অনুরোধ করেছিল। অবশ্য আগামী জানুয়ারির আগে এ বছর ভারত নবেম্বর বা ডিসেম্বরে গেমস আয়োজন করতে চাইলেও পর্যাপ্ত অনুশীলনের অভাবে তা পিছিয়ে দেয়। ভারতে গেমস সংক্রান্ত জরুরী মিটিংয়ে অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তারাও। গেমস পেছানো প্রসঙ্গে বিওএর সহ-সভাপতি মিজানুর রহমান মানু বলেন, ‘আমাদেরও ধারণা ছিল গেমস পেছাতে পারে। তাছাড়া ঠা-ার জন্য আমরা গেমস মার্চের প্রথম সপ্তাহে আয়োজন করার কথা বলেছিলাম। এখন শুনলাম গেমস পিছিয়েছে এবং টেনিস অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারত থেকে আমাদের প্রতিনিধিরা দেশে ফিরে আসলে টেনিসে আমরা দল পাঠাব কি না, তার সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু গেমস ১৫ দিন পিছিয়েছে তাই আমাদের খেলোয়াড়রাও একটু বাড়তি সময় পেল প্রস্তুতি নিতে। আমাদের ট্রেনিং ক্যাম্প চলছে এবং দল ভারতে যাওয়ার আগ পর্যন্ত চলতেই থাকেবে। তবে গেমস পেছানোর কোন প্রভাব খেলোয়াড়দের মধ্যে পড়বে না বলে আশা করি।’
×