ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে মৌসুমী ফেরদৌস

প্রকাশিত: ০৬:১৪, ১৩ অক্টোবর ২০১৫

মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে মৌসুমী ফেরদৌস

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি ফেরদৌস মৌসুমী। দুই তারকা জুটি হিসেবে মৌসুমী ও ফেরদৌস বেশ কিছু সুপারহিট কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন। এর মধ্যে অন্যতম ‘খায়রুন সুন্দরী’, ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘মিস ডায়না’ প্রভৃতি। ক্যারিয়ারের শুরু থেকে ফেরদৌস তাকে পাশে পেয়েছেন। পথ চলতে চলতে পর্দার বাইরেও দু’জনের মধ্যে রয়েছে বন্ধুতা। তাই ফেরদৌস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘এক কাপ চা’র পর দ্বিতীয় চলচ্চিত্রের নায়িকাও মৌসুমী। ফেরদৌসের বিপরীতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১’-এ দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে। এ ছাড়া চলচ্চিত্রে আরও অভিনয় করছেন আল মনসুর, শহীদুল আলম সাচ্চু, নিঝুম রুবিনা, অভি ও একটি নাট্যগোষ্ঠীর সদস্যরা। আগামী বছরের ২৬ মার্চ মুক্তি পেতে পারে চলচ্চিত্রটি। এটি যৌথভাবে পরিচালনা করছেন আবির খান ও রাশেদ শামীম। এ চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি হচ্ছে এমন চলচ্চিত্রেতেও দ্বিতীয়বার দেখা হচ্ছে দু’জনার। প্রয়াত গুণী নির্মাতা চাষী নজরুল ইসলামের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ধ্রুবতারা’ মুক্তি পায় ২০০৬ সালে। এতে জুটি বেঁধেছিলেন মৌসুমী ও ফেরদৌস। এরপর আর ১৯৭১ সালের ঘটনা নিয়ে বানানো চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেননি তারা। নুজহাত ফিল্মসের নতুন চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে পাবনার ঈশ্বরদীতে। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন ফেরদৌস। তার প্রেমিকার ভূমিকায় দেখা যাবে মৌসুমীকে। নায়িকার অংশের দৃশ্যধারণ শুরু হবে কয়েকদিন পর।
×