ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি চূড়ান্ত পর্বে

প্রকাশিত: ০৬:০৪, ১৩ অক্টোবর ২০১৫

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি চূড়ান্ত পর্বে

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, পোল্যান্ড, আলবেনিয়া ও রোমানিয়া। রবিবার রাতে এই দলগুলোর ২০১৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে খেলা নিশ্চিত হয়। এর আগেই ইউরোর মূলযজ্ঞে নাম লিখিয়েছে ইংল্যান্ড, আইসল্যান্ড, চেক প্রজাতন্ত্র, বেলজিয়াম, ওয়েলস, স্পেন, সুইজারল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি ও পর্তুগাল। রবিবার রাতে জার্মানি ২-১ গোলে পরাজিত করে জর্জিয়াকে। পোল্যান্ড একই ব্যবধানে হারায় রিপাবলিক অব আয়ারল্যান্ডকে। আর্মেনিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আলবেনিয়া। রোমানিয়াও একই ব্যবধানে পরাজিত করে ফ্যারো আইল্যান্ডসকে। অন্য ম্যাচে স্কটল্যান্ড ৬-০ গোলে জিব্রাল্টারকে, গ্রীস ৪-৩ গোলে হাঙ্গেরিকে ও পর্তুগাল ২-১ গোলে পরাজিত করে সার্বিয়াকে। আজ রাতে বাঁচামরার লড়াইয়ে মাঠে নামছে হল্যান্ড। নিভু নিভু সম্ভাবনা জেগে রাখার ম্যাচে ডাচ্দের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। আজ রাতে ইতালিও। আজ্জুরিদের প্রতিপক্ষ নরওয়ে। আজ রাতেই শেষ হচ্ছে ইউরোর বাছাইপর্বের খেলা। ‘ডি’ গ্রুপের ম্যাচে জর্জিয়াকে হারায় জার্মানরা। চূড়ান্ত পর্বে ওঠার জন্য একটি পয়েন্ট দরকার ছিল জোয়াকিম লোর দলের। গোলশূন্য প্রথমার্ধে পর দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন টমাস মুলার। জর্জিয়ার অধিনায়ক কানকাভা কিছুক্ষণ পর সমতা ফেরালেও ৭৯ মিনিটে গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় ম্যাক্স ক্রুস। চূড়ান্ত পর্ব নিশ্চিত হলেও শিষ্যদের পারফর্মেন্স সন্তুষ্ট করতে পারেনি জার্মানির কোচ জোয়াকিম লোকে। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা জানি আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমরা নিজেরাই আমাদের জীবন কঠিন করে তুলেছি। তবে ২০১৬ সালে মূল আসরে আবার নিজেদের সহজাত লড়াকু মনোভাব ফিরিয়ে আনার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বলেন, আমাদের আরও অনেক কিছু করতে হবে। কিন্তু এই দলটা অনেক ভাল। মূল প্রতিযোগিতা শুরুর আগে তিন-চার সপ্তাহ অনুশীলন করলেই দলের সক্ষমতা আরও বেড়ে যাবে। ‘আই’ গ্রুপে আর্মেনিয়াকে হারিয়ে উৎসবে মেতে ওঠে আগে কখনও বিশ্বকাপ বা ইউরোর চূড়ান্ত পর্বে খেলার সুযোগ না পাওয়া আলবেনিয়া। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আলবেনিয়ার রাস্তায় নেমে আসে উচ্ছ্বসিত মানুষ। আতশবাজি ফুটিয়ে আর গাড়ির হর্ন বাজিয়ে সাফল্য উদযাপন কর তারা। এই গ্রুপ থেকে আগেই ইউরো নিশ্চিত করা পর্তুগাল হারায় সার্বিয়াকে। আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে জার্মানির পেছনে থেকে চূড়ান্ত পর্বে উঠেছে পোল্যান্ড। দারুণ ডাইভিং হেডে জয়সূচক গোলটি করেন হালের সাড়া জাগানো স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। ফ্যারো আইল্যান্ডসকে হারিয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়ে ফ্রান্সের যাওয়ার টিকেট পেয়েছে রোমানিয়া। আলবেনিয়ার কাছে হার দিয়ে পর্তুগালের ইউরো বাছাইপর্ব মিশন শুরু হয়। এরপরই ঘুরে দাঁড়ায় পর্তুগীজরা। গ্রুপ ‘আই’র বাকি সাত ম্যাচেই তারা জয় তুলে নেয় দলটি। অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্রামে থাকলেও জয় পেয়েছে ইউরোপের ব্রাজিলরা। ম্যাচের শেষদিকে দুইজনের লালকার্ডে নয়জনের দলে পরিণত হয় স্বাগতিক সার্বিয়া। সি আর সেভেনের অনুপস্থিতিতে পর্তুগালের হয়ে অধিনায়কের আর্মব্র্যান্ড পরেন ন্যানি। মেসি-রোনাল্ডো নয়, সম্প্রতি লেভানডোস্কিকে আটকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ডিফেন্ডারদের। প্রতিনিয়তই বিধ্বংসী সব কারবার করে চলেছেন পোলিশ এই তারকা। তিন বছর আগে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মতো দলকে ছত্রখান করে দিয়েছিলেন একাই চার গোল করে। এই তো কিছুদিন আগেই বেয়ার্ন মিউনিখের জার্সি গায়ে নয় মিনিটে পাঁচ গোল করে গড়েছেন নতুন রেকর্ড। দেশের জার্সি গায়েও যে এই পোলিশ স্ট্রাইকার কম যান না, সেটা তিনি প্রমাণ করে চলেছেন হরহাশেই। পোল্যান্ডের হয়ে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ১৩ গোল করে তিনি নিজেকে নিয়ে গেছেন ইতিহাসের পাতায়। ইউরো বাছাইয়ে লেভানডোস্কির ১৩ গোল অবশ্য এককভাবে সর্বোচ্চ নয়। ২০০৮ সালের ইউরো বাছাইয়ে উত্তর আয়ারল্যান্ডের স্ট্রাইকার ডেভিড হিলিও করেছিলেন সমানসংখ্যক গোল।
×