ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিগব্যাশের জন্য অবসর ভঙ্গ লিসার

প্রকাশিত: ০৬:০২, ১৩ অক্টোবর ২০১৫

বিগব্যাশের জন্য অবসর ভঙ্গ লিসার

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার লিসা স্থ্যালেকার। কিন্তু আবার ব্যাট-বলের লড়াইয়ে ফিরছেন তিনি অবসর ভেঙ্গে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে না, অস্ট্রেলিয়ার মহিলা বিগব্যাশ টি২০ লীগে। ৩৬ বছর বয়সী এ ক্রিকেটারকে ইতোমধ্যেই সিডনি সিক্সার্সের পক্ষে নাম লিখিয়েছেন। এবারই প্রথম মহিলা বিগব্যাশ টি২০ শুরু হবে। তবে পুরুষদের বিগব্যাশ টি২০ লীগ কয়েকটি সংস্করণ অনুষ্ঠিত হয়েছে এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। ১২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে দারুণ রেকর্ড নিয়ে অবসর গ্রহণ করেছিলেন ২০১৩ সালে। প্রথম অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে তিনি ১ হাজার রান করার পাশাপাশি ১০০ উইকেটও শিকার করেছেন। দলের হয়ে চারবার মহিলা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। দুইবার মহিলা এ্যাশেজও জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ার সর্বকালের সবচেয়ে সেরা মহিলা ক্রিকেটার হিসেবে বিবেচিত লিসা। ফেরার বিষয়ে তিনি বলেন, ‘আমি খুবই উত্তেজনা বোধ করছি, আবারও পুরনো সতীর্থদের সঙ্গে ক্রিকেট খেলব সেটা ভেবেই আমার আনন্দ লাগছে। আমি এ সুযোগটা ছাড়তে চাইনি। বিশেষ করে মহিলা বিগব্যাশের প্রথম আসর বলেই আমি ফেরার সিদ্ধান্ত নিয়েছি। মেয়েদের এ সুযোগ করে দেয়ার সম্পূর্ণ কৃতিত্ব অবশ্যই ক্রিকেট অস্ট্রেলিয়া এবং রাজ্য এ্যাসোসিয়েশনগুলোর।’
×