ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ বরেণ্য সাংবাদিক ওবায়েদ উল হকের মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ০৬:০০, ১৩ অক্টোবর ২০১৫

আজ বরেণ্য সাংবাদিক ওবায়েদ উল হকের মৃত্যুবার্ষিকী

বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক, চলচ্চিত্রকার ওবায়েদ উল হকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। পঞ্চাশ বছরেরও বেশি সময় তিনি সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত ছিলেন। তিনি ছিলেন এ দেশের সাংবাদিকতার অন্যতম পথিকৃত। তাঁর জন্ম ফেনী জেলায় ১৯১১ সালের ৩১ অক্টোবর। তিনি ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও মানোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন কোর্স সম্পন্ন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তেতাল্লিশের দুর্ভিক্ষের পটভূমিতে তিনি নির্মাণ করেন ‘দুঃখে যাদের জীবন গড়া’ শীর্ষক কালজয়ী চলচ্চিত্র ১৯৪৬ সালে। দুই দিগন্ত, অন্তরঙ্গ নামে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র তিনি নির্মাণ করেন। ১৯৪৭ সালে দেশ ত্যাগের পর কলকাতা থেকে তিনি বাংলাদেশে চলে আসেন। ১৯৫১ সালে তৎকালীন দৈনিক পাকিস্তান অবজারভার-এর সম্পাদকীয় বিভাগে যোগ দেন। ১৯৭২ সালের শুরু থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এই পত্রিকার সম্পাদক ছিলেন। দৈনিক বাংলা ও বাংলাদেশ টাইমস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ফিল্ম সেন্সর বোর্ডের আপীল কমিটির চেয়ারম্যান, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ নানা গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। -বিজ্ঞপ্তি এসআইএমটির জব প্লেসমেন্ট উৎসব অনুষ্ঠিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারিগরি শিক্ষাকে আরও ছড়িয়ে দেয়ার জন্য সরকারের উদ্যোগের সঙ্গে সঙ্গে বেসরকারী উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন। পাশাপাশি শিক্ষার মানকে আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন গত ১০ অক্টোবর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে প্রাইভেট পলিটেকনিক এসআইএমটির জব প্লেসমেন্ট উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন। -বিজ্ঞপ্তি
×