ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলায় টিভি ও পত্রিকার সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশিত: ১৯:৩৩, ১২ অক্টোবর ২০১৫

ভোলায় টিভি ও পত্রিকার সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

হাসিব রহমান, ভোলা ॥ সারাক্ষণ সংবাদ নিয়ে ব্যস্ত থাকার কারনে অনেক সময়ই সাংবাদিকরা বিনোদনের সুযোগ পান না। তাই সাংবাদিকদের একটু বিনোদন দিতে ভোলা প্রেসক্লাব আয়োজন করেছে ব্যতিক্রমী অনুষ্ঠানমালা। টেলিভিশন ও পত্রিকা সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং সাস্কৃতিক সন্ধ্যাসহ নানা ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্যদিয়ে ভোলায় গনমাধ্যমকর্মীদের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহি ভোলা প্রেসক্লাবের আয়োজনে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে রবিবার বিকালে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম। বিকাল ৫টায় টিভি ও পত্রিকা সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলের ব্যবধানেই টিভি দল জয়লাভ করে। খেলার প্রথমাধ্বে টিভি সাংবাদিক দলের পক্ষে প্রথম গোল করেন একুশে টিভির সাংবাদিক মেজবাহউদ্দিন শিপু । একই দলের পক্ষে দ্বিতীয় গোল করেন মনিরুল ইসলাম। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দেন ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম,ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান,জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন,যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মাসুদসহ অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন, পবিত্র কুমার মজুমদার। লাইনসম্যান ছিলেন, বিপুল কুমার পাল ও মো: জাহাঙ্গীর আলম। পরে সন্ধ্যায় নাচ, গান, কবিতা আবৃত্তি পরিবেশনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান ও সাংবাদিক পরিবার ছাড়াও হাজারো দর্শক এসব অনুষ্ঠান উপভোগ করেন। ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু জানান, ঈদ পূনর্মিলনী উপলক্ষে ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। প্রতি বছরই এ ধরণের আয়োজন অব্যহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
×