ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদেশী হত্যার ষড়যন্ত্র রহস্য উদ্ঘাটনে অপেক্ষা করতে হবে ॥ আইজিপি

প্রকাশিত: ০৮:২৩, ১২ অক্টোবর ২০১৫

বিদেশী হত্যার ষড়যন্ত্র রহস্য উদ্ঘাটনে অপেক্ষা করতে হবে ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানিয়েছেন, দুই বিদেশী হত্যায় কোন ষড়যন্ত্র আছে কিনা সেই রহস্য উদ্ঘাটনে অপেক্ষা করতে হবে। রবিবার দুপুরে ব্র্যাক সেন্টারে ঢাকা জেলা পুলিশ আয়োজিত সাভারে বসবাসরত বেদে সম্প্রদায়কে বিকল্প পেশায় সম্পৃক্তকরণের লক্ষ্যে মৌলিক গাড়ি চালনা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। রহস্য উদ্ঘাটনে কত সময় লাগবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি জানান, কত সময় লাগবে তা বলা যাবে না। অপেক্ষা করতে হবে। কারণ তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পযর্ন্ত কোন মতামত দিতে পারব না। আশা করি, আমরা রহস্য উদ্ঘাটন করতে পারব। রহস্য উদ্ঘাটন করে তা জাতির কাছে প্রকাশ করা হবে। তিনি জানান, ‘বিভিন্ন দেশের দূতাবাস অথবা সরকার যদি সেদেশের নাগরিকদের জন্য কোন সাবধান বাণী দেয়, তবে সে ব্যাপারে আমাদের কোন বক্তব্য নেই। আমরা মনে করি, দেশী-বিদেশী সবার জন্যই বাংলাদেশ নিরাপদ। তাদের উদ্বেগ উৎকণ্ঠার কোন কারণ নেই। বিদেশীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
×