ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জন্মদিনে জাতীয় সরকার গঠনের আহ্বান বি. চৌধুরীর

প্রকাশিত: ০৮:০১, ১২ অক্টোবর ২০১৫

জন্মদিনে জাতীয়  সরকার  গঠনের আহ্বান  বি. চৌধুরীর

বাংলানিউজ ॥ জন্মদিন পালনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। রবিবার রাজধানীর বারিধারার বাসভবনে তার ৮৫তম জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ নেতার প্রেস সচিব জাহাঙ্গীর আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বদরুদ্দোজা চৌধুরী বলেন, বর্তমান জাতীয় সংসদের আগের সংসদের লোকজন এবং অন্য দল ও শ্রেণী-পেশার মধ্য থেকে ভাল মানুষ নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ঘুমালে চলবে না, একচোখা নীতি ছাড়তে হবে। দেশের বর্তমান সঙ্কটজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। তবে জাতীয় সরকারে বর্তমান সংসদের লোকজনকে অন্তর্ভুক্ত করা যাবে না। কারণ, এই সংসদের লোকজন জনগণের ভোটে নির্বাচিত হয়নি।
×