ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সম্মাননায় গাইবান্ধায় আনন্দ মিছিল

প্রকাশিত: ০৫:৩৮, ১২ অক্টোবর ২০১৫

প্রধানমন্ত্রীর সম্মাননায় গাইবান্ধায় আনন্দ মিছিল

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১১ অক্টোবর ॥ প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ সম্মাননায় ভূষিত হওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে সৌরভকে গুলি করার ঘটনায় এমপি লিটনকে দল থেকে বহিষ্কার ও অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। আনন্দ মিছিল শেষে রবিবার স্থানীয় বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন প্রামাণিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান হাবীব মাসুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, উপজেলা যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, নাগরিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বীরেন সরকার প্রমুখ। প্রধানমন্ত্রীর সম্মাননা প্রদান উপলক্ষে সুন্দরগঞ্জবাসী অভিনন্দন জ্ঞাপনের এই সমাবেশ ও মানববন্ধনটি অবশেষে এমপি লিটন বিরোধী বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। এক পর্যায়ে পৌর মেয়র আব্দুল্যাহ আল মামুন বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এমপি লিটনকে গ্রেফতারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশ এমপি লিটনকে গ্রেফতার করেনি। জাতীয় বিশ^বিদ্যালয়ে ১ম বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ আজ নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১১ অক্টোবর ॥ ২০১৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল সোমবার (১২ অক্টোবর) রাত ৮টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষার ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/িি.িহঁনফ.রহভড়) এবং যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব> য১ <ংঢ়ধপব> ৎবম. ঘড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার ওই তথ্য জানানো হয়।
×