ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ক্লিনিকে অবহেলায় রোগীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৪, ১২ অক্টোবর ২০১৫

নওগাঁয় ক্লিনিকে অবহেলায় রোগীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ অক্টোবর ॥ শহরের বেসরকারী ক্লিনিক প্রাইম ল্যাব এ্যান্ড হসপিটালে লতা বেগম (৩০) নামে এক রোগী অপারেশনের পর মারা গেছে। লতা সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় হাসপাতালের পরিচালক ডাঃ ইসকেন্দার হোসেন বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় লতা নামে ওই রোগীকে সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাঃ মোকতার হোসেনকে দিয়ে কিডনিতে পাথর অপারেশন করানো হয়। অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হতে থাকে। রাত ১১টার দিকে হঠাৎ করে গ্যাসের সমস্যা দেখা দেয়। এর কিছু সময় পর লতা মারা যান। রোগীর স্বজনরা অভিযোগ করে জানান, রোগীকে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করে নেয়। এছাড়া অপারেশন করতে হবে বলে কর্তৃপক্ষ জানায়। এ সময় কর্তৃপক্ষ স্বল্প টাকা দিয়ে অপারেশন করাতে রাজি হয়। এদিকে অপারেশনের আগে লতাকে কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি। রাতে মারা গেলে হাসপাতাল কর্তৃপক্ষ নিজ খরচে তড়িঘড়ি করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় লতার লাশ। রবিবার সকালে রোগীর আত্মীয়স্বজন ক্লিনিকে এলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য রবিবার বিকেলে প্রাইম ল্যাব এ্যান্ড হসপিটালের পরিচালক ডাঃ ইসকেন্দার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১১ অক্টোবর ॥ গাজীপুরের রেলক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রবিবার সকালে এক যুবক মারা গেছেন। ১৯ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি। জানা গেছে, ভাওয়াল গাজীপুর স্টেশনের দক্ষিণে রেলক্রসিং এলাকা দিয়ে রেলপথ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। পাকশী হঠাৎপাড়া উচ্ছেদের দাবি স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাকিল মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আলমগীর কবির, র‌্যাবের যুগ্ম পরিচালক শেখ মনিরুজ্জামান, এনএসআইয়ের ডিডি সোরওয়ার্দি আলমগীর, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। সভায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টুসহ বক্তারা ঈশ্বরদীতে অবস্থিত ৯টি কেপিআইভুক্ত প্রতিষ্ঠানসহ সর্বপ্রকার প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়ন কল্পে অবৈধভাবে গড়ে ওঠা পাকশী হঠাৎপাড়াসহ রেলওয়ে কলোনিতে অবৈধভাবে বসবাসরতদের উচ্ছেদের আহ্বান জানান। তারা বলেন, হঠাৎপাড়াতে যারা বসবাস করে তারা তাদের আস্তানায় প্রতিদিন মাদক, অস্ত্র ব্যবসাসহ সন্ত্রাসীদের আনাগোনা হয়। হঠাৎপাড়াতে প্রায় পাঁচ শ’ পরিবার দিনে দিনে রেলের জমি দখল করে বসতি গড়ে তোলা হয়েছে। হঠাৎপাড়ার এসব অবৈধ বসবাসকারীদের কারণেই ঈশ্বরদীর আইনশৃঙ্খলার উন্নয়নে ব্যাঘাত ঘটছে। এই পাড়াটি উচ্ছেদ করা হলেই ঈশ্বরদীর ৮০ ভাগ অপরাধ বন্ধ হয়ে যাবে।
×