ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়ারিঙ্কার জাপান জয়

প্রকাশিত: ০৫:২৩, ১২ অক্টোবর ২০১৫

ওয়ারিঙ্কার জাপান জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জাপান ওপেনের শিরোপা জিতলেন স্টানিসøাস ওয়ারিঙ্কা। রবিবার টুর্নামেন্টের ফাইনালে ফ্রান্সের বেনোইট পেইরিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। প্রতিপক্ষকে হারাতে সুইজারল্যান্ডের এই টেনিস তারকার সময় লাগে মাত্র ৬৫ মিনিট। চলতি মৌসুমে এটা তার চতুর্থ শিরোপা। জাপান ওপেন জয়ের পর উচ্ছ্বসিত ওয়ারিঙ্কা। এ মাসের শেষের দিকেই সিঙ্গাপুরে শুরু হবে মৌসুমের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালস। সুইস এই টেনিস তারকার লক্ষ্য এখন সেখানেই নিজের সেরাটা ঢেলে দেয়া। গত মৌসুমেই প্রথমবারের মতো পাদপ্রদীপের আলোয় উঠে আসেন স্টানিসøাস ওয়ারিঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফাইনাল জিতেন তিনি স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে পরাজিত করে। সেই যে শুরু এরপর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। ক্রমেই সামনের দিকে এগিয়ে আসেন তিনি। চলতি মৌসুমেও একটি গ্র্যান্ডসøাম জিতেন ৩০ বছর বয়সী এই টেনিস তারকা। এবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচকে পরাজিত করে। চলতি মৌসুমে টেনিস কোর্টে এককভাবেই রাজত্ব করেছেন সার্বিয়ার জোকোভিচ। অথচ সেই নাম্বার ওয়ান তারকাকে পরাজিত করেই ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের মাইলফলক স্পর্শ করেন তিনি। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওয়ারিঙ্কার কাছে হারলেও বাকি তিন গ্র্যান্ডসøামের সবকটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ। সম্প্রতি এক সাক্ষাতকারে সার্বিয়ান তারকা জোকোভিচ তাই ওয়ারিঙ্কার ভূয়সী প্রশংসা করেছেন। জাপান ওপেনে সর্বশেষ সুইজারল্যান্ডের খেলোয়াড় হিসেবে শিরোপা জিতেছিলেন রজার ফেদেরার। প্রায় এক দশক পর এবার জাপান ওপেনের শিরোপা জিতলেন আরেক সুইস তারকা ওয়ারিঙ্কা। টেনিস বিশ্বে যে কয়েকজন তারকা খেলোয়াড় রয়েছেন রজার ফেদেরার তাদের মধ্যে অন্যতম। অসাধারণ সব কীর্তি গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। টেনিস বিশ্বে দীর্ঘদিন শীর্ষস্থানটা দখল করে রেখেছিলেন তিনি। সেইসঙ্গে সুইজারল্যান্ডেরও শীর্ষ তারকা ছিলেন ফেদেরার। কিন্তু গত বছর ফেড এক্সপ্রেসকে হটিয়ে সুইজারল্যান্ডের টেনিসের শীর্ষ তারকা হিসেবে আবিভূর্ত হন স্টানিসøাস ওয়ারিঙ্কা।
×