ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে চার মিষ্টি দোকান মালিককে জরিমানা

প্রকাশিত: ০৫:৪৩, ১১ অক্টোবর ২০১৫

রাজধানীতে চার মিষ্টি দোকান মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডেমরা এলাকায় নামী-দামী চার মিষ্টি ব্যবসায়ীকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ রং, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে মিষ্টি তৈরির দায়ে তাদের এই অর্থদ-াদেশ দেন র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম। শনিবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টা এই অভিযানে দেশের খাদ্যমান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআইয়ের ফিল্ড অফিসার নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রসকে ছয় লাখ, ভাগ্যকূলকে দেড় লাখ, বনফুলকে এক লাখ ও বিক্রমপুর মিটান্ন ভা-ারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, বিষাক্ত কেমিক্যাল ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ওই চার প্রতিষ্ঠানকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন করায় তাদের এই অর্থদ- দেয়া হয়।
×