ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলাফেরায় সতর্কতা

বিদেশীদের ওপর হামলার কোন আশঙ্কা নেই ॥ দাবি পুলিশ কর্মকর্তার

প্রকাশিত: ০৫:৩৬, ১১ অক্টোবর ২০১৫

বিদেশীদের ওপর হামলার কোন আশঙ্কা নেই ॥ দাবি পুলিশ কর্মকর্তার

স্টাফ রিপোর্টার ॥ বিদেশীদের ওপর হামলায় নতুন করে শঙ্কা প্রকাশ করে ব্রিটিশ নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে শঙ্কার কোন কারণ নেই দাবি করা হয়েছে। শুক্রবার রাতে যুক্তরাজ্যের তরফ থেকে ভ্রমণবিষয়ক এমন সতর্কতা জারি করা হয়। সতর্কতা জারির পর শনিবার রাজধানীর গুলশান কূটনীতিকপাড়ায় সন্ত্রাসবিরোধী যৌথ মহড়া চলে। মহড়া গুলশান হয়ে উত্তরায় শেষ হয়। নিরাপত্তা মহড়ায় এপিবিএন (আমর্ড পুলিশ ব্যাটালিয়ন), থানা পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), আমেরিকায় বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল উইপন এ্যান্ড ট্যাকটিস (এসডব্লিউএটি-সোয়াত) ডিপ্লোমেটিক জোন নিরাপত্তা পুলিশ অংশ নেয়। মহড়া শেষে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশানার মারুফ হাসান খান সাংবাদিকদের বলেন, ইতালির নাগরিক সিজার হত্যাকা-ের তদন্তে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি। তবে হত্যা রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। যুক্তরাজ্যের আশঙ্কার বিষয়টি উড়িয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, কোন আশঙ্কা নেই। শঙ্কারও কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এমন মহড়া দেয়া হয়েছে। এমন মহড়ায় মানুষের মধ্যে শঙ্কা কমে আসবে। কূটনীতিকপাড়ায় মানুষের মধ্যে নিরাপত্তাজনিত অস্বস্তি কেটে যাবে। যদিও যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বড় ধরনের হুমকি রয়েছে বাংলাদেশে। পশ্চিমাদের ওপর নতুন করে হামলার আশঙ্কাও করছেন তাঁরা। তবে এমন আশঙ্কার কোন ভিত্তি নেই বলে বরাবরই দাবি করছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। মহড়ায় ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, গুলশান বিভাগের উপকমিশনার এসএম মোস্তাক আহমেদ খান ও ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলামসহ উর্ধতন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×