ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ

প্রকাশিত: ০৪:০৭, ১১ অক্টোবর ২০১৫

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ

ইস্টার্র্ন ইউনিভার্সিটির (ইইউ) ‘ফল-২০১৫’ সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরণ শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দু’টি পর্বে অনুষ্ঠিত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরণের স্নাতকোত্তর পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব এবং স্নাতক পর্বে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য মোঃ আজিজুল ইসলাম। সভাপতির বক্তৃতায় ইইউ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, শিক্ষার গুণগত- মান বজায় রাখতে ইস্টার্ন ইউনিভার্সিটি সবসময়ই আপোসহীন থেকেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, এডভাইজার এবং চেয়ারপার্সনগণ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি অস্ট্রেলিয়া সফর শেষে নৌ বাহিনী প্রধান ফিরেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত সি পাওয়ার কনফারেন্স-২০১৫ তে অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনবিপি, এনডিসি, পিএসসি শুক্রবার রাতে ঢাকায় ফিরেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, এনডিসি, পিএসসি ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম, (এনডি), এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন নৌপ্রধানকে স্বাগত জানান। সফরকালীন নৌপ্রধান ওই কনফারেন্সে অংশ নেয়া ছাড়াও বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন দেশের নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। নৌবাহিনী প্রধান ৩ অক্টোবর দুই জন সফরসঙ্গীসহ সস্ত্রীক অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। -আইএসপিআর হামদর্দের মাসিক বিক্রয় সম্মেলন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের মাসিক বিক্রয় সম্মেলন-২০১৫ শুক্রবার হামদর্দ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হামদর্দের সিনিয়র পরিচালক বিপণন ও মুতওয়াল্লী ড. হাকীম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ মুতওয়ল্লি ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। উপস্থিত ছিলেন পরিচালক এইচআরডি ডাঃ নার্গিস মার্জান শিল্পী, পরিচালক বিক্রয় সাইফুদ্দিন মুরাদ ভূঁইয়া, সহকারী পরিচালক আবুজাফর মোঃ সাদেক ও ম্যানেজার সেলস্ আবুল হাসনাত ভূঁইয়াসহ হামদর্দের বিক্রয় বিভাগের কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ। প্রধান অতিথির বাক্তব্যে ড. হাকীম ভুঁইয়া বলেন, ‘মানবসেবার ক্ষেত্রে হামদর্দ একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানবসেবার পাশাপাশি শিক্ষা বিস্তারেও হামদর্দ অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ইতোমধ্যে আমরা তিনটি ইউনানী মেডিক্যাল কলেজ, হামদর্দ পাবলিক কলেজ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। মানবসেবামূলক এসব কর্মকা- এগিয়ে নিতে ২০১৫ সালের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি মাঠকর্মীদের আরও কঠোর পরিশ্রম করতে বলেন। তিনি আরও বলেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং মানবসেবার আদর্শকে অনুসরণ করে হামদর্দ চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও সামাজিক কর্মকা-ের মাধ্যমে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যাবে। -বিজ্ঞপ্তি
×