ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফারুক হোসেনের ছড়া

প্রকাশিত: ০৬:০৯, ১০ অক্টোবর ২০১৫

ফারুক হোসেনের ছড়া

দেশী মোরগ দেশের ভেতর ফার্মে জন্ম ভরাট মাংসপেশী, এই মোরগের কষ্ট তাকে কেউ বলে না দেশী। গৃহস্থালির ঘরে জন্ম হলে পরে সবাই তাকে বলছে দেশী কিনছে বেশী দরে। জন্ম দেশে, হয় সে দেশী এই কি আজব রেশারেশি। খামার গরু-ঘরের গরু একটা গরু খামার বাড়ির একটা গরু গৃহস্থের, ঘরের গরু পেয়েছে সব আদর যতœ দ্বিহস্তের। হৃষ্টপুষ্ট খামার গরু ছোট্ট খাটো ঘরেরটা, যার গরু নেই তার কাছে দুই গরুই হচ্ছে পরেরটা। খামার গরুই যতই বড় ঘরের গরু মূল্যবান, ঘরের গরু দেশী গরু দেখেই খুশির খুললো বান। গরুর রং একটা গরু সাদা-কালো একটা গরু সাদা, একটা কালো, আরেকটা ছাই ছাইটা যেনো গাধা। একটা গরু লাল, পাঁচটি গরু সমান কিন্তু গরুর হাটের হাল, লাল গরুটার মূল্য শুনে লাগছে মুখে ঝাল। নিখুঁত গরু শিং ভাঙা যার, লেজ কাটা যার, তার থাকে না কদর, গ্রাম থেকে সেই রকম গরু আসলো হাটে সদর। কেউ খোঁজে সব নিখুঁত গরু কেউ খোঁজে তাও খুঁত, খুঁত হলে দাম কম হবে তাই চিন্তাটা অদ্ভুত।
×