ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পঞ্চগড় সদর হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটর ব্যবহৃত হচ্ছে না

প্রকাশিত: ০৬:০০, ১০ অক্টোবর ২০১৫

পঞ্চগড় সদর হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটর ব্যবহৃত হচ্ছে না

জরুরী প্রয়োজনে ফুসফুসের সাপোর্টের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটর দেয়া হলেও দক্ষ জনবল ও আইসিইউ ইউনিট না থাকায় মূল্যবান যন্ত্রটি ব্যবহার হচ্ছে না। অপারেশন থিয়েটারের এক কোনায় অযতেœ ও অবহেলায় পড়ে আছে ১৮ লাখ টাকা মূল্যের এ যন্ত্রটি। হাসপাতালের চিকিৎসকরা জানান, রোগীর ফুসফুসে সাপোর্ট যোগাতেই আইসিইউতে এ যন্ত্র ব্যবহৃত হয়ে থাকে। অনেকে একে লাইফসাপোর্ট মেশিনও বলে থাকেন। এ ভেন্টিলেটরের মাধ্যমে স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে অক্ষম রোগীদের শ্বাসপ্রশ্বাস দেয়া হয়। হাসপাতালের অপারেশন থিয়েটারের এক কোনায় অনেকটা অবহেলায় পড়ে আছে এ যন্ত্র। প্রতিদিন সকালে বৈদ্যুতিক চার্জ দিয়ে এটি সচল করা হয়। ২০১৩ সালের ফেরুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল মেডিক্যাল স্টোর ডিপার্টমেন্ট (সিএমএসডি) পঞ্চগড় হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়েই যন্ত্রটি পাঠিয়ে দেয়। ১৮ লাখ টাকা দামের এই যন্ত্র ব্যবহারে প্রশিক্ষিত লোকবল নেই এখানে। এমনকি যন্ত্রটি ব্যবহারে আরও বেশকিছু আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রয়োজন; তাও নেই। ফলে প্রায় তিন বছর ধরে অবহেলায় পড়ে আছে যন্ত্রটি। এ আইসিইউ ভেন্টিলেটরটির দায়িত্বে থাকা জুনিয়র বিশেষজ্ঞ (এনেসথেসিয়া) ডা. মনসুর আলম বলেন, ঢাকা থেকে এটা পাঠানো হয়েছে। এরপর আর কোন কাজে লাগেনি। সিভিল সার্জন ডা. আহাদ আলী বলেন, এটা ব্যবহারের জন্য প্রশিক্ষিত লোকবল প্রয়োজন। প্রয়োজন আইসিইউ কেয়ার ইউনিট; আলাদা ভবন। প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করা হলেই কেবল এ যন্ত্রটি ব্যবহার করা সম্ভব। Ñস্টাফ রিপোর্টার, পঞ্চগড়
×