ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেস বোলার হতে চেয়েছিলেন বোল্ট!

প্রকাশিত: ০৫:৫১, ১০ অক্টোবর ২০১৫

পেস বোলার হতে চেয়েছিলেন বোল্ট!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের এক নম্বর দৌড়বিদ জ্যামাইকার উসাইন বোল্ট। দ্রুততম মানব। এক নামেই সারাবিশ্বে পরিচিত মুখ বোল্ট। তিনি স্প্রিন্টের রাজা। ইতোমধ্যে সর্বকালের সেরা দৌড়বিদের খ্যাতি পেয়েছেন। দখলে রয়েছে একাধিক বিশ্ব রেকর্ড। কিন্তু এ দৌড়বিদের প্রথম পছন্দ কী ছিল জানেন? তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন। প্রথম স্বপ্নই ছিল ক্রিকেটার হওয়ার। ২০১৬ রিও অলিম্পিকের প্রস্তুতি শুরু উপলক্ষে সম্প্রতি মনের এ অজানা কথা প্রকাশ করেন বোল্ট। পরে অবশ্য কোচের পরামর্শে ট্র্যাককেই বেছে নেন বোল্ট। ২০১৬ রিও অলিম্পিকই জ্যামেইকান স্প্রিন্টার উসাইন বোল্টের শেষ অলিম্পিক বলে জানান নিজেই। তবে ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর নিজের বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই জ্যামাইকান স্প্রিন্টার। ২৯ বছর বয়সী বোল্ট জানান, আগামী সপ্তাহে তিনি রিও অলিম্পিকের প্রস্তুতি শুরু করবেন। এক টেলিভিশন শোতে বোল্ট বলেন, ‘আগামী সপ্তাহে আমি রিও অলিম্পিকের অনুশীলন শুরু করব। আর এটাই হবে আমার ক্যারিয়ারের শেষ অলিম্পিক।’ ১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডধারী বোল্ট আরও বলেন, ‘আমি আরও একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেব। তবে জানি না অবসরের পর কী করব। সমর্থকরা বলেন, আমার অভিনয় করা উচিত। কিন্তু আমি মনে করি, খেলাধুলার মধ্যেই আমাকে থাকতে হবে।’ অলিম্পিকে ছয় স্বর্ণ জিতেছেন বোল্ট। ক্রিকেটার হওয়ার স্বপ্ন যেমন পূরণ হয়নি বোল্টের। ঠিক তেমনি পছন্দের দলের জার্সিও পরতে পারছেন না। ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ ভক্ত তিনি। কিন্তু সেই উসাইন বোল্টই কিনা বাধ্য হলেন আরেক ইংলিশ ক্লাব আর্সেনালের জার্সি গায়ে চাপাতে। তাকে এই জার্সি পরতে বাধ্য করেছেন আর্সেনালের একনিষ্ঠ ভক্ত ও মেক্সিকান টেলিভিশন উপস্থাপিকা প্যাটি লোপেজ। কারণ, প্যাটির কাছে বাজি হেরেছেন বোল্ট! মূল ঘটনা হচ্ছে, গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলের খেলায় মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের দুই ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। এই ম্যাচের আগে বোল্ট প্যাটির সঙ্গে বাজি ধরেছিলেন যে আর্সেনালকে হারিয়ে দেবে ম্যানইউ। আর প্যাটি বাজি ধরেছিলেনে যে ম্যাচে আর্সেনাল জিতবে। বাজির শর্ত ছিল, যদি ম্যানইউ হারে তাহলে আর্সেনালের জার্সি পরতে হবে বোল্টকে। আর আর্সেনাল হারলে প্যাটিকে পরতে হবে ম্যানইউর জার্সি। দুর্ভাগ্যবশত ম্যাচে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেছে ম্যানইউ। আর শর্ত অনুযায়ী বোল্টকে তাই গায়ে চাপাতে হয়েছে আর্সেনালের জার্সি।
×