ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ওগো নিরুপমা’ এ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:৪৫, ১০ অক্টোবর ২০১৫

‘ওগো নিরুপমা’ এ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতশিল্পী সালমা কিবরীয়া ও তার ছেলে সাদমান কিবরীয়ার গাওয়া হারানো দিনের কালজয়ী বাংলা গানের এ্যালবাম ‘ওগো নিরুপমা’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর গুলশানের পিৎজা হাটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক আলী ইমাম, শিল্পী সালমা কিবরীয়া, সাদমান মাহতাব প্রমুখ। ইকবাল আহমেদ তাপসের সহায়তা ও মুশফিক লিটুর সঙ্গীত পরিচালনায় এ্যালবামটি প্রকাশ করেছে ফাহিম মিউজিক। মোট দশটি গান নিয়ে ‘ওগো নিরুপমা’ এ্যালবামটি সাজানো হয়েছে। এ্যালবামের গানগুলো হলো ‘আকাশ এতো মেঘলা’, ‘ওগো নিরুপমা করিও ক্ষমা’, ‘আমায় প্রশ্ন করে’, ‘মনের জানালা ধরে’, ‘কফি হাউসের সেই আড্ডাটা’, ‘কাটেনা সময় যখন’ প্রভৃতি। অনুষ্ঠানে ড. আনিসুজ্জামান বলেন, মা ও ছেলে যতœ ও কলানৈপুণ্যের মাধ্যমে পুরনো দিনের গান পুনর্নির্মাণ করেছেন। যা মাইলফলক হয়ে থাকবে। আমাদের বাংলা গানের সমৃদ্ধ ভুবনের এই প্রচেষ্টা ভিন্ন মাত্রা যোগ করবে। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিল্পী সালমা কিবরীয়া জানান, সোনালী দিনের গানগুলো নিজের কণ্ঠে ধারণ করতে পেরে তিনি গর্বিত ও ধন্য। এই গানগুলো শ্রোতার চিত্তকে বিকশিত এবং প্রশান্ত করতে বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। আর সালমার সন্তান সাদমান মাহতাবও এ্যালবামটির আয়োজনের জন্য তার মাকে ধন্যবাদ জানান।
×