ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে মাইক্রো কন্ট্রোলার এ্যান্ড এমবেডেড সিস্টেম ওয়ার্কশপ

প্রকাশিত: ০৫:৩৮, ১০ অক্টোবর ২০১৫

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে মাইক্রো কন্ট্রোলার  এ্যান্ড এমবেডেড  সিস্টেম ওয়ার্কশপ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ এবং ওয়ার্ল্ড প্রফেশনাল ট্রেইনিং সেন্টারের যৌথ উদ্যোগে ‘মাইক্রো কন্ট্রোলার এ্যান্ড এমবেডেড সিস্টেম’ শীর্ষক ওয়ার্কশপ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম এবং বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি ড. মুশফিক এম. চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আমানঊল্লা চৌধুরী। ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার রক্তিম কুমার মন্ডল এবং ব্র্যাক ইউনিভার্সিটিরের রিসার্চ এ্যাসিস্টেন্ট, রোবোটিক্স ল্যাব ইমরান বিন জাফর মূল বক্তা ও নির্দেশক ছিলেন। ৭ ঘণ্টাব্যাপী এই ওয়ার্কশপে মাইক্রোকন্ট্রোলার দিয়ে বিভিন্ন ইলেকট্রনিক সিস্টেম তৈরির তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক জ্ঞান দান করা হয়। Ñবিজ্ঞপ্তি
×