ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাগান্বিত চেহারা বিশ্বজনীন

প্রকাশিত: ০৫:২৯, ১০ অক্টোবর ২০১৫

রাগান্বিত চেহারা বিশ্বজনীন

রেগে যাওয়া একজন মানুষ যতই চুপ থাকুক বা উচ্চবাচ্য করুক, তার চেহারায় রাগান্বিত ভাবটা কিন্তু ঠিকই থাকে। রাগান্বিত সেই ভাবটা কেমন? এটা কি একেকজনের ক্ষেত্রে একেক রকম? নাকি সবার ক্ষেত্রে একই? এর উত্তরে বিজ্ঞানীরা বলছেন, রাগ প্রকাশের ধরনটা আসলে বিশ্বজনীন। রাগ নিয়ে বৃহত্তর গবেষণার একটি অংশ হিসেবে একদল বিজ্ঞানী রাগান্বিত ব্যক্তিদের চেহারা নিয়ে গবেষণাটি করেন। এতে বলা হয়, রেগে গেলে মানুষের ভ্রু জোড়া নিচু হয়ে যায়, চোখের নিচে অবস্থিত উঁচু হাড় ওপরের মাংসপেশী খানিকটা উঁচু হয়ে যায়, ব্যক্তি তার ঠোঁট জোড়া চেপে ধরে চিকন করে ফেলে, নাক ফুলে ওঠে, চিবুক নড়াচড়া করে। পুরো মুখে মাংসপেশীর এমন সব পরিবর্তনের কোন না কোন একটি অবশ্যই ফুটে উঠবে রেগে যাওয়া মানুষের চেহারায়। বিশ্বের যে কোন প্রান্তের মানুষের জন্যই সেটা প্রযোজ্য, এমনকি জন্মান্ধ কোন মানুষও রেগে গেলে এ ধরনেরই কোন একটি মুখভঙ্গি তার চেহারায় ফুটে ওঠে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্টা বারবারা ও অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির বিজ্ঞানীদের এ গবেষণার ফলটি প্রকাশিত হয়েছে ইভল্যুশন এ্যান্ড হিউম্যান বিহেভিয়ার সাময়িকীতে। সূত্র : ওয়েবসাইট
×