ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাইকমিশনের নির্দেশনা আবারও নাগরিকদের চলাফেরায় সতর্ক করল যুক্তরাজ্য

প্রকাশিত: ০৫:২৯, ১০ অক্টোবর ২০১৫

হাইকমিশনের নির্দেশনা আবারও নাগরিকদের  চলাফেরায় সতর্ক  করল যুক্তরাজ্য

বাংলানিউজ ॥ আবারও বাংলাদেশে বিদেশীদের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাজ্য। এ কারণে এদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের চলাফেরায় নতুন করে সতর্কতা জারি করেছে দেশটির হাইকমিশন। শুক্রবার ব্রিটিশ হাইকমিশনের এ সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে সন্ত্রাসবাদের বড় ধরনের হুমকি রয়েছে। এখানে দু’জন বিদেশী নাগরিককে হত্যা করে তার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অব ইরাক ও দ্য লেভ্যান্ট (আইএসআইএল)। পশ্চিমাদের ওপর নতুন করে হামলা হতে পারে। হাইকমিশনের নির্দেশনায় ব্রিটিশ নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকার এবং সাবধানে চলাচল করার নির্দেশনাও দেয়া হয়। এর আগের দফায় সতর্কতা জারি করার পর বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে কূটনীতিকদের জানায় সরকার। সরকারের ওই অবস্থান জানানোর পরও ব্রিটিশ দূতাবাস নতুন করে এ সতর্কতা জারি করল।
×